West Bengal News Live: ইয়াস-বিপর্যয় খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় দল

Get the latest West Bengal News and Live Updates:স্বচ্ছ রাখতে হবে ভাবমূর্তি, গরু-কয়লা কেলেঙ্কারিতে যেন কেউ জড়িয়ে না পড়েন। ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতৃত্বকে ফের কড়া বার্তা মমতার। কথায় কথায় লালবাতি লাগানো গাড়ি ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Jun 2021 09:21 PM
WB News Live Updates: পঞ্চসায়রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর

পঞ্চসায়রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর। মৃতের নাম বিশাল মল্লিক, সে বিহারের বাসিন্দা। অনুষ্ঠান উপলক্ষে আজই পঞ্চসায়রে আজই আসে বিশাল। সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায় সে।

WB News Live Updates: স্কুল শিক্ষায় পারফরম্যান্স গ্রেডিং ইনডেক্সের অনুমোদন দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

স্কুল শিক্ষায় পারফরম্যান্স গ্রেডিং ইনডেক্স বা পিজিআই-তে অনুমোদন দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ৭০টি বিষয়ের ওপর ভিত্তি করে এই পিজিআই নির্ধারিত হবে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এর ফলে স্কুলের শিক্ষা ব্যবস্থার প্রভূত উন্নতি হবে। জানা গেছে, পশ্চিবঙ্গ ইতিমধ্যেই ২০ শতাংশ উন্নতি দেখিয়েছে।

WB News Live Updates: মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে সৌমিত্র খাঁ

মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে সৌমিত্র খাঁ। খোঁজ নিলেন মুকুলের অসুস্থ স্ত্রীর। 

WB News Live Updates: ইয়াস-বিপর্যয় খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল

ইয়াস-বিপর্যয় খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় দল। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিবের নেতৃত্বে রাজ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় দল। কাল দু’টি দলে ভাগ হয়ে ইয়াস-বিধ্বস্ত এলাকায় যাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে যাবে কেন্দ্রীয় দল। পরশু নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় দলের। 

WB News Live Updates: ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে, ট্যুইট রাজ্যপালের

ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে। গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ায় বিরোধীদের শাস্তি, ট্যুইটে তোপ রাজ্যপালের। কাল মুখ্যসচিবকে তলব। শান্ত সময়ে উস্কানি কেন? পাল্টা তৃণমূল। 

WB News Live Updates: চুঁচুড়ায় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ কি পরিকল্পিত?

চুঁচুড়ায় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ কি পরিকল্পিত? এক বিজেপি নেতা ও কর্মীর কথোপকথনের ভাইরাল হওয়া অডিও ক্লিপ সেই প্রশ্ন উস্কে দিয়েছে। রাজ্য সভাপতির মন্তব্যের জেরে আক্রান্ত হচ্ছেন কর্মীরা। এমনই অভিযোগ আরামবাগের এক বিজেপি নেতার। যদিও দলে ক্ষোভ আমল দিচ্ছেন না দিলীপ ঘোষ।

WB News Live Updates: বিনয় মিশ্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে নতুন তথ্য। অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র দুবাইয়ে ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে লুকিয়ে রয়েছেন প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। তিনি ওই দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি। এই তথ্য পেয়ে ইতিমধ্যেই বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই। 

WB News Live Updates: সুব্রত বক্সির বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নতুন দায়িত্ব পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মহাসচিব ও তৃণমূলের রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অভিষেকের। এবার পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতেও যাবেন অভিষেক। দলের যুব সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক। এরপরেই তিনি প্রবীণ নেতাদের সঙ্গে দেখা করছেন। 

WB News Live Updates: ভাটপাড়ায় ফের বোমাবাজি, অ্যাপ নির্ভর বাইকের চালকের মৃত্যু

ভাটপাড়ায় ফের বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন একজন অ্যাপ নির্ভর বাইকের চালক। নিহতকে বিজেপি কর্মী বলে দাবি করে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন সাংসদ অর্জুন সিংহ। শাসক দলের পাল্টা অভিযোগ, এলাকা দখল নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছেন অ্যাপ নির্ভর বাইকের চালক। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

WB News Live Updates: কটূক্তি ও মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যা

কটূক্তি ও মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যা।গ্রেফতার বাগদার হেলেঞ্চার বিজেপি পঞ্চায়েত সদস্যা।১ ব্যক্তিকে কটূক্তি ও মারধরের অভিযোগ, বাগদা থানায় অভিযোগ দায়ের।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যা মাধুরী সরকার

WB News Live Updates: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে মতামত চাইল সরকার

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে মতামত চাইল সরকার। অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ মতামত দিতে পারেন।সোমবার ২ টোর মধ্যে ইমেল করে মতামত জানাতে হবে।পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়, মতামত জানানো যাবে।মেল আইডি pbssm.spo@gmail.com, মেল আইডি commissionerschooleducation@gmail.com, মেল আইডি wbssed@gmail.com।

WB News Live Updates: ইয়াস-বিধ্বস্ত হিঙ্গলগঞ্জে ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ১

ইয়াস-বিধ্বস্ত হিঙ্গলগঞ্জে ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা।হাড়োয়ার ঘোষপুরে মিনিডোর উল্টে একজনের মৃত্যু, আহত ১৬।আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ভর্তি হাসপাতালে

WB News Live Updates:বর্ষা ঢুকল বাংলায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ল উত্তরবঙ্গে

বর্ষা ঢুকল বাংলায়। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ল উত্তরবঙ্গে।হিমালয় লাগোয়া ৫ জেলাতেই বর্ষার আগমন।উত্তরবঙ্গে বর্ষার আগমন, অপেক্ষায় দক্ষিণবঙ্গ।

WB News Live Updates: এটিএম প্রতারণাকাণ্ডে গ্রেফতার ৪

এটিএম প্রতারণাকাণ্ডে গ্রেফতার ৪।গুজরাত থেকে গ্রেফতার ২, বাকি ২ জন কলকাতায় পাকড়াও ।গুজরাত থেকে ধৃতদের ট্রানজিট রিমান্ডে আনার আবেদন।সিসিটিভি ফুটেজ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্রে ধরে গ্রেফতার ।এটিএম যন্ত্র বসিয়ে প্রতারণার ঘটনায় অভিযান চালায় পুলিশ।

WB News Live Updates: নতুন দায়িত্ব পাওয়ার পর তৃণমূল মহাসচিব পার্থর বাড়িতে অভিষেক

নতুন দায়িত্ব পাওয়ার পর তৃণমূল মহাসচিবের বাড়িতে অভিষেক।পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দলের যুব সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক।

WB News Live Updates: খোদ রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তৃণমূলের

খোদ রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তৃণমূলের।রাজ্যপালের ৬ জন আত্মীয়কে ওএসডি পদে নিয়োগের অভিযোগ।নাম তুলে ধরে ট্যুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।রাজ্যপালকে ‘আঙ্কলজি’ সম্বোধন করে খোঁচা মহুয়ার

WB News Live Updates: সোনারপুরে গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের অভিযোগ,উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ

 সোনারপুরে গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের অভিযোগ।বারুইপুর থেকে ‘অপহৃতকে’ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ।সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় অপহরণ, অভিযোগ মহিলার।উদ্ধার করতে গেলে গুলি চালানোর অভিযোগ।অপহরণকারীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।

WB News Live Updates: মিড ডে মিলের সামগ্রী বাড়িতে মজুত করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে

করোনা আবহে স্কুল বন্ধ থাকায় মিড ডে মিলের সামগ্রী বাড়িতে মজুত করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একামালিপুর গ্রামে শিক্ষকের বাড়ি ঘিরে বিক্ষোভ অভিভাবকদের।

WB News Live Updates: শীতলকুচির ঘটনা ধামাচাপা দিতেই সিআইডি তদন্ত, অভিযোগ দিলীপ ঘোষের

 শীতলকুচির ঘটনা ধামাচাপা দিতেই সিআইডি তদন্ত। অভিযোগ দিলীপ ঘোষের

WB News Live Updates:‘ঘুষের বিনিময়ে চাকরির টোপ চক্রে একাধিক ব্যক্তি’, শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে জেরায় তথ্য, পুলিশ সূত্রে দাবি

‘একজন নয়, ঘুষের বিনিময়ে চাকরির টোপ দেওয়ার চক্রে একাধিক ব্যক্তি’, শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে দফায় দফায় জেরায় তথ্য মিলেছে, দাবি পুলিশ সূত্রে পলাতক আর এক অভিযুক্ত সেচ দফতরের প্রাক্তন কর্মী চঞ্চল নন্দী।রাখাল বেরাকে জেরা করে কাঁথির বাসিন্দা চঞ্চল নন্দীর খোঁজে তল্লাশি। শুভেন্দু অনুগামী বলে রাখালকে ফাঁসানো হচ্ছে, দাবি রাখালের আইনজীবীর

WB News Live Updates: মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

আগামীকাল মুখ্যসচিবকে তলব রাজ্যপালের।

WB News Live Updates: যাঁরা সুবিধে ছাড়া থাকতে পারেন না, তাঁরাই ফিরে যেতে চাইছেন, মন্তব্য দিলীপের

যাঁরা সুবিধে ছাড়া থাকতে পারেন না, তাঁরাই ফিরে যেতে চাইছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাওয়া নেতাদের সম্পর্কে কটাক্ষ দিলীপ ঘোষের।

WB News Live Updates: পালিয়ে গিয়ে ভিন দেশে নাগরিকত্ব নিয়েছেন বিনয় মিশ্র, নয়া তথ্য সিবিআইয়ের হাতে

দেশ ছেড়ে পালিয়েছেন বিনয় মিশ্র, সিবিআই সূত্রে দাবি। ‘লুকিয়ে আছেন প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপরাষ্ট্রে। ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে নিলেন সেখানকার নাগরিকত্ব।’ গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে নতুন তথ্য

WB News Live Updates: নয়াচরে ক্ষতিপূরণ তরজা

নয়াচরের ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে সরকারি সাহায্য দেওয়া হবে। হুগলি ও হলদি নদীর মোহনায় ইয়াস বিধ্বস্ত দ্বীপ ঘুরে দেখে আশ্বাস দিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তরজায় জড়িয়েছে তৃণমূল আর বিজেপি।

বিধানসভায় দমবন্ধ করে দেব, হুঁশিয়ারি দিলীপের; ইস্যু নেই, তাই এ সব ভয়ঙ্কর কথাবার্তা, কটাক্ষ তাপস রায়ের

শাসকদলকে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বললেন,বিধানসভায় দমবন্ধ করে দেব। বাইরেও আন্দোলন জারি থাকবে।  


এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা তাপস রায়ের কটাক্ষ,   কোনও ইস্যু না থাকায় এই সব ভয়ঙ্কর কথা বলছেন দিলীপ ঘোষ।

WB News Live Updates:ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা রাজ্যপাল জগদীপ ধনকড়ের

ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। একটি ভিডিও শেয়ার করে রাজ্যপালের ট্যুইট,‘ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে। পুলিশ কিছুই করছে না। যা হচ্ছে সেটা পুরোটাই বিরোধীদের শাস্তি দেওয়ার জন্য।’

WB News Live Updates: বাগনানে প্রকাশ্যে রাস্তায় প্রৌঢ়কে কুপিয়ে খুন, বিক্ষোভ স্থানীয়দের

হাওড়ার বাগনানে বাজারে প্রৌঢ়কে কুপিয়ে খুন। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ। পুলিশের গাড়ি ভাঙচুর। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো বাজার করে বাড়ি ফিরছিলেন শেখ আব্দুল খালেক। অভিযোগ, আচমকাই ধারাল অস্ত্র নিয়ে প্রৌঢ়ের ওপর চড়াও হয় প্রতিবেশী শেখ আসরাফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬৩ বছরের প্রৌঢ়ের। অভিযুক্ত পালিয়ে যায়। এরপরই দেহ নিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙা হয় পুলিশের গাড়ির কাচ। পরে র্যাখফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

West Bengal News Live: নদিয়ার নাকাশিপাড়ায় গুলি করে, কুপিয়ে দুই যুবককে খুনের অভিযোগ

নদিয়ার নাকাশিপাড়ায় গুলি করে, কুপিয়ে দুই যুবককে খুনের অভিযোগ। পাটিকাবাড়ি গ্রামে উদ্ধার জোড়া মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃত মোহিত দফাদার ও তেঁতুল দফাদার অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল। আজ সকালে গ্রামে পাট খেতের ধারে কিছুটা দূরত্বে দু’জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুরনো শত্রুতা, নাকি অন্য কোনও কারণে খুন, খতিয়ে দেখছে নাকাশিপাড়া থানার পুলিশ। 

WB News Live Updates: কার্শিয়ঙে পথ দুর্ঘটনা, রোহিণী রোডে ২০০-৩০০ ফুট নীচে পড়ল গাড়ি, আহত ৩

সাতসকালে কার্শিয়ঙে পথ দুর্ঘটনা। রোহিণী রোডে প্রায় ২০০-৩০০ ফুট নীচে পড়ে যায় গাড়ি। আহত চালক-সহ ৩ জন। দার্জিলিঙের সোনাদা থেকে শিলিগুড়ি যাচ্ছিল গাড়িটি। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। আহত গাড়ি চালক হাসপাতালে ভর্তি।

West Bengal News Live: মোবাইল ফোন চুরির অভিযোগে ইংরেজবাজারে যুবককে 'গণপিটুনি'

মোবাইল ফোন চুরির অভিযোগে মালদার ইংরেজবাজারে যুবককে গণপিটুনির অভিযোগ উঠল ব্যবসায়ীদের বিরুদ্ধে। আজ সকালে ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটে মোবাইল ফোন চুরির অভিযোগে ওই যুবককে আটকে রাখেন ফল ব্যবসায়ীরা। গণপিটুনিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি কালিয়াচকে। 

WB News Live Updates: ভোটের দিন গুলি চলেছিল বুথের দিকে তাক করেই, শীতলকুচিকাণ্ডে সিআইডি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শীতলকুচিকাণ্ডে সিআইডি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ভোটের দিন গুলি চলেছিল বুথের দিকে তাক করেই। প্রাথমিক তদন্তে এমনই অনুমান সিআইডি-র। সূত্রের খবর, দরজা ভেদ করে ভিতরে ঢুকে যায় গুলি। তা গিয়ে লাগে ব্ল্যাকবোর্ডের গায়ে। 

West Bengal News Live:অচৈতন্য তরুণীকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য রায়গঞ্জে

অচৈতন্য তরুণীকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

WB News Live Updates: পার্ক সার্কাসে ঘুড়ি ধরতে গিয়ে রেলব্রিজের উপর থেকে নীচে পড়ে মৃত্যু হল ১৮ বছরের তরুণের

পার্ক সার্কাসে ঘুড়ি ধরতে গিয়ে রেলব্রিজের উপর থেকে নীচে পড়ে মৃত্যু হল ১৮ বছরের তরুণের। ক্রিস্টোফার রোডের কাছে শিয়ালদা দক্ষিণ শাখার রেলসেতুর ওপর ঘুড়ি ধরতে যান ওই তরুণ। আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকালে মৃত্যু হয় তাঁর।

West Bengal News Live: হেস্টিংসে বিজেপির অফিসের কাছে উদ্ধার বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে আজ

হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের কাছে ৫৪টি তাজা বোমা উদ্ধার। গতকাল রাতে ফুটপাথে ফলের বস্তার মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বম্ব স্কোয়াড ও হেস্টিংস থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। আজ সেগুলি নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা, কীসের উদ্দেশ্যে বোমাগুলি সেখানে রেখে দিয়ে যায়, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বুথ সভাপতি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, মারধরের অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের। 

প্রেক্ষাপট

হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার ৫১ টি তাজা বোমা। ফুটপাথে ফলের বস্তার মধ্যে রাখা ছিল বোমাগুলি। কে বা কারা বোমা রেখে গেছে, তদন্তে পুলিশ।


লক্ষ্য ২০২৪-র ভোট। তৃণমূলে অভিষেককে আরও গুরুত্ব। সুব্রত বক্সির জায়গায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যুব তৃণমূল সভানেত্রী সায়নী। দেশের প্রতি কোনায় পৌঁছে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার, ট্যুইট অভিষেকের।


তৃণমূলে বড় রদবদল। রাজ্যস্তরে শ্রমিক সংগঠনের দায়িত্বে ঋতব্রত। আইএনটিটিইউসি-র সর্বভারতীয় সভানেত্রী হচ্ছেন দোলা। সর্বভারতীয় মহিলা সংগঠনের সভানেত্রী হচ্ছেন কাকলি। রাজ্য কৃষক সংগঠনের দায়িত্বে পূর্ণেন্দু।দায়িত্ব পেয়েই সংগঠনকে ঢেলে সাজানোর আশ্বাস সায়নীর।


স্বচ্ছ রাখতে হবে ভাবমূর্তি, গরু-কয়লা কেলেঙ্কারিতে যেন কেউ জড়িয়ে না পড়েন। ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতৃত্বকে ফের কড়া বার্তা মমতার। কথায় কথায় লালবাতি লাগানো গাড়ি ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ।


শুভ্রাংশুর পরে এবার জল্পনা বাড়ালেন সৌমিত্র। হঠাৎ বেরিয়ে গেলেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে । বিজেপির আসল গ্রুপে আছি, বিতর্ক উড়িয়ে দাবি সাংসদের। তৃণমূলেই ফিরে আসুন, বার্তা সুজাতার।


কেশপুরে বিরোধীদের সামাজিক বয়কটের পোস্টার। সুরক্ষা দিতে না পারলে সত্যি লজ্জার। ট্যুইটে আক্রমণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অপ্রচারের পাল্টা অভিযোগ দায়ের তৃণমূলেরও। স্বতঃপ্রণোদিত গুজব ছড়ানোর মামলা পুলিশের।


রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক মামলায় গৃহবন্দি থাকতে চেয়ে আবেদন ছত্রধর মাহাতোর। উনি অসুস্থ, বাড়িতে থেকেও তদন্তে সহযোগিতা করতে পারবেন, আবেদনে উল্লেখ আইনজীবীর। সোমবার হবে শুনানি।


ইয়াসের ক্ষতি দেখতে আজ রাজ্যে আসছে ৭ সদস্যের কেন্দ্রীয় দল, থাকবে তিনদিন। ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে প্রতিনিধিরা যাবেন এলাকায় এলাকায়, খবর পিটিআই-এর।


মধ্য বঙ্গোপসাগরে আরও সক্রিয় মৌসুমী বায়ু। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। জামালপুর, পাণ্ডুয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু। ঝড়ে ওভারহেডে গাছ পড়ে আগুন, চন্দনগরে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.