RG Kar News Live Update: ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! RG কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

West Bengal News Live Updates: জেলা থেকে শহর, সব খবর সবার আগে জানতে দেখতে থাকুন এবিপি আনন্দ ও চোখ রাখুন এবিপি লাইভে।

ABP Ananda Last Updated: 18 Jan 2025 11:57 PM
West Bengal News Live: বাঁশবেড়িয়ায় গঙ্গায় বাংলাদেশি কার্গো জাহাজে বিপত্তি

হুগলির ত্রিবেণীর BTPS থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ায় গঙ্গায় বাংলাদেশি কার্গো জাহাজে বিপত্তি। কয়েকদিন আগে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই নিতে আসে বাংলাদেশি জাহাজটি। বাংলাদেশে ফেরার সময় বিপত্তি। জাহাজে হঠাৎ জল ঢুকতে শুরু করে। সন্দেশখালি থেকে শ্রমিক এনে চলছে ছাই কমানোর কাজ। 

MBSG Live News: মোহনবাগানের এক মহিলা সদস্য আহত

মোহনবাগান ক্লাবেই ২ গোষ্ঠীর সংঘর্ষ, মাঝে পড়ে আহত সদস্য। উত্তরপাড়ার বাসিন্দা মোহনবাগানের এক মহিলা সদস্য আহত।

Mohun Bagan Live Update: মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় তুলকালাম

মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় তুলকালাম। নির্বাচন নিয়ে প্রাক্তন সচিব প্রশ্ন তুলতেই বচসা। মোহনবাগানের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেই ২ গোষ্ঠীর হাতাহাতি। পরিস্থিতি সামাল দিলেন সহ সভাপতি কুণাল ঘোষ।

West Bengal News Live: পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার

পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপোখরে এনকাউন্টার। DGP-র হুঁশিয়ারির পরেই এনকাউন্টার, গুলিতে ঝাঁঝরা সাজ্জাক ।বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে নিহত সাজ্জাক । 'ভোররাতে শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা'। 'বাংলাদেশে পালানোর সময় বাধা, পুলিশকে পাল্টা গুলি'। 'পালানোর সময়েও হামলা, সাজ্জাকের বুকে-পিঠে-পায়ে গুলি'। গ্রেফতারের সময় হামলা, পাল্টা গুলিতে নিহত সাজ্জাক: পুলিশ।

West Bengal News Live: শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার হলেন ৩ রোহিঙ্গা

শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার হলেন ৩ রোহিঙ্গা।  গতকাল রাতে এদের ঘোরাঘুরি করতে দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়। দুই নাবালিকা-সহ ৩ জনকে GRP আটক করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মায়ানমারের বাসিন্দা। তাদের কাছে বৈধ নথি মেলেনি। দিল্লি যাওয়ার জন্য মায়ানমার থেকে কলকাতায় এসেছিলেন ৩ রোহিঙ্গা। কীভাবে ওই রোহিঙ্গারা ভারতে ঢোকেন এবং কলকাতায় আসেন, কী উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন, খতিয়ে দেখছে শিয়ালদা GRP।

West Bengal News Live: শিয়ালদা স্টেশনে পাকড়াও ৩ রোহিঙ্গা

শিয়ালদা স্টেশনে পাকড়াও ৩ রোহিঙ্গা। ২ নাবালিকা-সহ ৩ রোহিঙ্গা পাকড়াও। ধৃতরা মায়ানমারের বাসিন্দা, পুলিশ সূত্রে খবর। ধৃতদের কাছে বৈধ নথি মেলেনি, পুলিশ সূত্রে খবর। জলপাইগুড়িতে গ্রেফতার ৭ বাংলাদেশি। ত্রিপুরায় জালে ১০জন রোহিঙ্গা।

Bangladesh News Live: কিছুদিন আগে কাঁটাতার দিতে বাধা দেয় BGB ও বাংলাদেশি নাগরিকরা

কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তেও উস্কানি অব্যাহত। কিছুদিন আগে কাঁটাতার দিতে বাধা দেয় BGB ও বাংলাদেশি নাগরিকরা। তবে চাপের মুখে শেষমেশ পিছু হঠতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বাধা উপেক্ষা করেই সীমান্তের বেশ খানিকটা অংশে কাঁটাতার লাগান স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, অনুপ্রবেশ, গরুপাচার করতে পারবে না বলেই বাধা দিচ্ছে বিজিবি। অশান্তির আশঙ্কায় রাতেও পাহারা দিচ্ছেন স্থানীয়রা।

Bangladesh News Live: কিছুদিন আগেই দিনেদুপুরে বাংলাদেশিদের হামলার মুখে পড়ে BSF

কিছুদিন আগেই বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনেদুপুরে বাংলাদেশিদের হামলার মুখে পড়ে BSF। ত্রিপুরার এই উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে, সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ তাদের ধাওয়া করে। বাংলাদেশের নাগরিকরা তাদের ওপর চড়াও হয়। বিএসএফের ওপর হামলা চালায়, তাদের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পাচারকারীদের কাউকে আর ধরা যায়নি। 

West Bengal News Live: বারবার মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে লাগাতার উস্কানি

বারবার মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে লাগাতার উস্কানি। ৭ জানুয়ারি, মালদার বৈষ্ণবনগরে সীমান্তে BSF-কে কাঁটাতার দিতে বাধা দেয় বর্ডার গার্ড অফ বাংলাদেশ। আর সেইসময় সীমান্তের দুপার থেকে আসা স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও, শেষ অবধি চাপের মুখে পিছু হঠতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। 

Bangladesh News Live: ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF!

ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! সীমান্তের ওপার থেকে BSF-কে বোমা, পাথর! লাগাতার যুদ্ধের জিগির তোলা বাংলাদেশিদের হামলা! সীমান্তের ওপার থেকে বোমা-পাথর, আহত ২ BSF জওয়ান। সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীদের হামলা। BSF-এর তাড়ায় পালাল বাংলাদেশিরা। লাগাতার হিন্দুদের উপর হামলা, মৌলবাদীদের যুদ্ধের জিগির! সীমান্তে ইউনূস সরকারের মহড়া, উস্কানির মধ্যেই আক্রান্ত ভারত!

RG Kar News Live Updates: আপনার অপরাধ প্রমাণিত: বিচারক

৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন। আর জি কর মেডিক্যালে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরেন। মুখ চেপে যৌন হেনস্থা করেন, আপনার অপরাধ প্রমাণিত: বিচারক 

RG Kar News Live: আমাকে ফাঁসানো হচ্ছে, ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের

আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের। 'CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে', সোমবার আপনার কথা শুনব, জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস।

West Bengal News Live: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আর জি করকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, সোমবার সাজা ঘোষণা। চিকিৎসক ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক।

প্রেক্ষাপট

কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর


১। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। ফাঁসানো হচ্ছে, কিছু করিনি, আদালত কক্ষে দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের।

২। বারো মিনিটের শুনানি। আপনার অপরাধ প্রমাণিত, সঞ্জয়কে আদালত কক্ষে জানালেন বিচারক। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন।

৩। তিন ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়। CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে, যা বলার সোমবার বলবেন। এজলাসে সঞ্জয়কে বললেন বিচারক।

৪। প্রসূতিমৃত্যুতে চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা পুলিশের। কেন? প্রশ্ন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের পরিবারের। 


৫। পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি সাজ্জাক আলম। গুলি, পাল্টা গুলি। এনকাউন্টারে নিহত সাজ্জাক। আত্মরক্ষার্থে গুলি, দাবি জাভেদ শামিমের। বন্দি পালানোর ঘটনায় ৪ পুলিশকর্মী সাসপেন্ড।

৬। আহত পুলিশকর্মীদের দেখতে গিয়ে কড়া বার্তা ডিজি-র, ২৪ থেকে ৪৮ ঘণ্টার ডেডলাইন, তারপরেই অ্যাকশন। বার্তার পরেই অ্যাকশন।

৭। পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহারে। পুলিশের গাড়িচালকের সঙ্গে বচসা।সবক শেখাতে বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ। প্রতিবাদে অবরোধ। শাস্তির আশ্বাস ডিএসপি সদরের। পুলিশের মারে মহিলার মৃত্যু?

৮। সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি। আবার মালদার বৈষ্ণবনগরে উত্তেজনা। ওপার থেকে বোমাবাজি। ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী। BSF-র তাড়ায় পালাল বাংলাদেশিরা। আহত ২ জওয়ান।

৯। বাঙ্কারের পর এবার বাঁধ। ত্রিপুরা সীমান্তে রাতের অন্ধকারে ৩ কিলোমিটার বাঁধ তৈরি ঢাকার। তৈরি রাস্তাও। নজরদারির চেষ্টা? বাঁধ তৈরি হলে বন্যায় ভাসবে কৈলাশহর, আশঙ্কা স্থানীয়দের। বাঙ্কারের পর বাঁধ!

১০। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার হলেন ৩ রোহিঙ্গা। দুই নাবালিকা-সহ ৩ জন পাকড়াও। ধৃতরা মায়ানমারের বাসিন্দা। ছিল না বৈধ নথি, খবর পুলিশ সূত্রে। শিয়ালদায় পাকড়াও ৩ রোহিঙ্গা।

১১। যে পঞ্চায়েতের প্রধানকে বোমা মেরে খুন করা হয়, সেই আমডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের কাছে মিলল বোমা-আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান। তৃণমূল নেতা-সহ ধৃত ২। শাসক নেতার ঘরে বোমা-অস্ত্র।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.