কলকাতা:  রেড রোডে (Red Road) পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় রাজ্যপাল (Jagdeep Dhankghar) , মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সৌজন্য বিনিময় হয়। কিন্তু আমন্ত্রিতের তালিকায় নেই রাজ্যের বিরোধী দলনেতা। 


রেড রোডের প্যারেডেও এবার আমন্ত্রণ-বিতর্ক। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল না বিরোধী দলনেতাকে (Suvendu Adhikari) , খবর এএনআই সূত্রে।আমন্ত্রিতদের তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর। এই প্রথমবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। বেশি কিছু মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। কোভিড বিধির জেরে আজকের অনুষ্ঠানে হাজির সর্বোচ্চ ৬০ জন। উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।  

আরও পড়ুন


ভিডিওয় দেখুন, সুউচ্চ পর্বতে তুষার সাম্রাজ্যে দাঁড়িয়ে আইটিবিপি জওয়ানদের গলায় জাতীয় সঙ্গীত


মঙ্গলবারই রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের চরমে ওঠে। বিধানসভায় আম্বেদকরের ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করে ধনকড় রাজ্যের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। বলেন, অধ্যক্ষ ভবিষ্যতে রাজ্যপালকে ব্ল্যাকআউট করলে, তাঁকে আইনের মুখোমুখি হতে হবে।' বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এভাবেই অধ্যক্ষকে আক্রমণ করলেন রাজ্যপাল। পাল্টা স্পিকারের বক্তব্য, আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে বিধানসভার সমালোচনা করেছেন রাজ্যপাল, এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ। এরপরও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁদের দেখা গেল পাশাপাশি। কিন্তু আমন্ত্রণ সম্ভবত পাননি শুভেন্দু অধিকারী । 


রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে। যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। গোটা কলকাতা জুড়ে মোতায়েন থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ। থাকবে HRFS-এর ১২টি দল, ৩টি ক্যুইক রেসপন্স টিম। এ বছরও সাধারণের প্রবেশ নিষেধ।