নয়া দিল্লি: উত্তরপ্রদেশের পিলিভিটে BLO-দের জন্য অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের। প্রতিটি বিধানসভায় যে BLO সর্বাধিক ফর্মের ডিজিটাইজেশন করতে পারবেন তাঁর জন্য থাকছে প্রচুর পুরস্কার। জেলা প্রশাসনের উদ্যোগে খুশি BLO-রা।
প্রচন্ড পরিশ্রমের পরে সেই কাজের প্রশংসা সকলেরই মন জয় করে নেয়, তার সঙ্গে যদি থাকে পুরস্কার তাহলে সাফল্যের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। দীর্ঘ মেহনতের পরে কিছুটা স্বীকৃতি, কাজে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়।
উত্তরপ্রদেশের পিলিভিট জেলায় এমনই কিছু মানুষের পরিশ্রমের ফসল হিসেবে একাধিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তাঁর সকলেই BLO।
SIR শুরুর পর থেকেই এনুমারেশন ফর্ম বিলি নিয়ে প্রচন্ড ব্যস্ত সকলে। তথ্য ডিজিটাইজেশনের কাজও করতে হচ্ছে তাঁদের। প্রতিটি বিধানসভায় যে BLO সর্বাধিক ফর্মের ডিজিটাইজেশন করতে পারবেন তাঁর জন্য থাকছে পুরস্কারের ঝুড়ি।
পরিবারের সঙ্গে পিলিভিট টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি, উত্তরপ্রদেশের গোয়া নামে পরিচিত চুকা সমুদ্র সৈকতে সপরিবার লাঞ্চ, পরিবারের সকলের সঙ্গে একটি সিনেমা দেখা সুযোগ পাবেন পুরস্কৃত BLO।
পিলিভিটের অতিরিক্ত জেলাশাসক প্রসূন দ্বিবেদী বলেন, 'BLO-দের উৎসাহ দিতে, কারণ কাজটা বড়, লাগাতার ফর্মের ডিজিটাইজেশন করছেন BLO-রা। প্রতিটি বিধানসভায় যে BLO সর্বাধিক ফর্মের ডিজিটাইজেশন করবে...তাঁকে পরিবার সমেত চুকা বিচে লাঞ্চ, টাইগার রিজার্ভের সাফারি, তাঁর এবং পরিবারের জন্য সিনেমার টিকিট দেওয়া হবে। SIR-এর প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাঁকে সম্মানিত করবে জেলা প্রশাসন। BLO-রা যাতে ভাল করে কাজ করে সেই কারণেই এই পদক্ষেপ'। জেলা প্রশাসনের অভিনব পদক্ষেপে খুশি BLO-রাও।
উত্তরপ্রদেশ পিলভিটের বিএলও শিবা পরাসর বলেন, 'DM-স্যর আমাদের জন্য এত ভাবলে সেটা খুবই ভাল কথা। আমরা চেষ্টা করছি যাতে নিজেদের ১০০ শতাংশ দিয়ে কাজ করতে পারি। যত বেশি সম্ভব SIR-এর ফর্ম ভোটারদের কাছে পৌঁছে দিতে পারি'।
উত্তরপ্রদেশের আরেক বিএলও পারভিন বলেন, 'DM-স্যর আমাদের জন্য এত ভাবলে সেটা খুবই ভাল কথা। আমরা চেষ্টা করছি যাতে নিজেদের ১০০ শতাংশ দিয়ে কাজ করতে পারি। যত বেশি সম্ভব SIR-এর ফর্ম ভোটারদের কাছে পৌঁছে দিতে পারি।
এই শুনে এক বিএলও বলেন, 'টাইগার রিজার্ভে একদিন ঘোরার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, আমরা ১০০ শতাংশ কাজ করলে আমরা টাইগার রিজার্ভে ঘুরতে পারব। আমাদের পরিবারের ভাল লাগবে।'
পশ্চিমবঙ্গে SIR শুরু পর থেকে কাজের চাপে নাজেহাল হয়ে যাওয়ার অভিযোগ করছেন BLO-র। একাধিক জায়গায় কাজের চাপে BLO-দের মৃত্যুর অভিযোগ উঠছে। অনেক জায়গায় অতিরিক্ত চাপে BLO-রা ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাককে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ।
সেই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। পশ্চিমবঙ্গে যখন SIR নিয়ে একের পর এক অভিযোগে কমিশনকে বিদ্ধ করছেন BLO-রা। উত্তরপ্রদেশে তখন একেবারেই অন্যরকম পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে পিলিভিটের জেলা প্রশাসন।