কলকাতা: করোনা সংক্রমিত হয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু রাজ্যে। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনে। তবে আশার আলো গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও কমেছে দৈনিক আক্রান্তের হার। গতকাল সংখ্যাটা ছিল ১৩৬। শনিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯, ৫১১ জন। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯,২১১ জন। সুস্থতার হার ৮৬. ৯৮ শতাংশ। উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত ৪২৭৯ জন। মৃত ৩৫ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৩৯৫১ জন, মৃত ৩০ জন।
গতকালের হিসেব বলছে গতকাল করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে দশ লক্ষেরও বেশি মানুষ। সরকারি হিসেবে সংখ্য়াটা ১০,৭৩,৯৫৬ জন। পাশাপাশি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে টানা ১১ দিন করোনায় শতাধিক মানুষেক মৃত্যু হচ্ছে। কাল করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে কাল পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৯৩ জন।