Amazon Festival Sale: ১৫ হাজার টাকার কম দামে পাচ্ছেন iPhone XR।  Amazon-এর সেল শেষ হওয়ার আর ২ দিন বাকি। তার আগেই ঘরে আনুন উন্নত গুণমানের ক্যামেরার এই ফোন। এতে রয়েছে আলাদা এক্সচেঞ্জ বোনাসের সুযোগ।শুধু তাই নয়, আইফোনের অন্য সব মডেলেও রয়েছে দারুণ অফার।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


Apple iPhone XR (64GB) – Black


iPhone XR-এর দাম 47,900। যদিও অ্যামাজনের সেলে 32,999 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। অর্থাৎ এই ফোন কিনলে আপনি সরাসরি 14,901 এর বেশি ডিসকাউন্ট পাচ্ছেন।এ ছাড়াও এই ফোনে 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে। যদিও এই ছাড় আপনার পুরোনো ফোনের অবস্থার উপর নির্ভর করে৷এই অফার ছাড়াও, নো কস্ট ইএমআই-এর অপশন রয়েছে ফোন কেনার ক্ষেত্রে। যাতে আপনি সুদ না দিয়ে প্রতি মাসে কিস্তিতে এর মূল্য শোধ করতে পারবেন।


Iphone XR-এর বিশাল ছাড়, ফোন কিনতে এই লিঙ্কে ক্লিক করুন


স্পেসিফিকেশন: 


ক্যামেরার জন্য এমনিতেই সুনাম রয়েছে আইফোনের।ছবির গুণমানের পাশাপাশি একাধিক ফিচার রয়েছে এই ফোনের ক্যামেরায়। ক্যামেরার ব্লার এফেক্টের মাধ্যমেও ভালো ছবি তোলা যায় এতে। ফোনে একটি 12MP ওয়াইড ক্যামেরা রয়েছে। যাতে পোর্ট্রেট মোড, পোর্ট্রেট লাইটিং, ডেপথ কন্ট্রোল, স্মার্ট HDR ও 4K ভিডিও মোডের বৈশিষ্ট্য রয়েছে। 1080p ভিডিও তৈরি করার জন্য পোর্ট্রেট মোড, পোর্ট্রেট লাইটিং, ডেপথ কন্ট্রোল বিকল্পের সাথে TrueDepth-সহ একটি 7MP সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে।


Iphone XR-এর বিশাল ছাড়, ফোন কিনতে এই লিঙ্কে ক্লিক করুন


এই ফোনটিতে লিকুইড রেটিনা এইচডি এলসিডি ডিসপ্লে-সহ একটি 6.1-ইঞ্চি স্ক্রিন রয়েছে। কোম্পানি ফোনে জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা দিয়েছে।গ্যাজেটে IOS 14 অপারেটিং সিস্টেমের পাশাপাশি লক আনলকের জন্য ফেস আইডি ফিচার রয়েছে।দ্বিতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিন-সহ A12 Bionic চিপ রাখা হয়েছে ফোনে। যার কারণে ফোন খুব দ্রুত চলে।ওয়্যারলেস চার্জিং ফিচারের পাশাপাশি ফোনে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং।প্রযুক্তিও রয়েছে।


আরও পড়ুন : Amazon Festival Sale: গাছের পরিচর্যার জন্য সেলফ ওয়াটার কিট, অ্যামাজনে পান ৪০০ টাকার নিচে


আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনে বড় অফার, শীতের কাঁপুনি থেকে বাঁচতে বাম্পার ডিল রুম হিটারে