কেন এখন চিকিৎসকরা কিনতে বলছেন অক্সিমিটার? জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Aug 2020 12:43 PM (IST)
যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের শরীরের অক্সিজেনের মাত্রার দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন এইমস চিকিৎসকরা।
NEXT
PREV
কলকাতা: এইমসের চিকিৎসকরা বলছেন, করোনা রোগীদের শরীরে অক্সিজেন মাত্রা সব সময় নজরে রাখা উচিত। বাড়িতেই এই পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তাঁরা। দেশে করোনা রোগীর সংখ্যা বাড়লেও রাজধানী দিল্লি কিন্তু সংক্রমণের হার অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
দিল্লিতে এখন অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ১০,০০০-এর কাছাকাছি, মারা গিয়েছেন ৪,০০০ মানুষ। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রায় ৫,০০০ রোগী। এই সংখ্যা অ্যাকটিভ করোনা রোগীদের ৫০ শতাংশ। যাঁদের শরীরে রোগের লক্ষণ অল্প বা নেই, তাঁদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের শরীরের অক্সিজেনের মাত্রার দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন এইমস চিকিৎসকরা। এ জন্য বাড়িতে অক্সিমিটার রাখা জরুরি।
অক্সিমিটার একটি ছোট যন্ত্র, যা থার্মোমিটারের মত বাড়িতেই রাখা যায়। এটি রোগীর আঙুল বা কানে আটকে দেওয়া হয়। যদি অক্সিমিটারে এসপিও২ ৯৫-এর কম দেখায় তবে শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম আর তা স্বাভাবিক নয়। আর যদি এসপিও২ ৯৩-র দেখায় তবে শ্বাসপ্রশ্বাসে অসুবিধে না থাকলেও চিকিৎসকের দ্বারস্থ হওয়া প্রয়োজন।
কলকাতা: এইমসের চিকিৎসকরা বলছেন, করোনা রোগীদের শরীরে অক্সিজেন মাত্রা সব সময় নজরে রাখা উচিত। বাড়িতেই এই পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তাঁরা। দেশে করোনা রোগীর সংখ্যা বাড়লেও রাজধানী দিল্লি কিন্তু সংক্রমণের হার অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
দিল্লিতে এখন অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ১০,০০০-এর কাছাকাছি, মারা গিয়েছেন ৪,০০০ মানুষ। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রায় ৫,০০০ রোগী। এই সংখ্যা অ্যাকটিভ করোনা রোগীদের ৫০ শতাংশ। যাঁদের শরীরে রোগের লক্ষণ অল্প বা নেই, তাঁদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের শরীরের অক্সিজেনের মাত্রার দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন এইমস চিকিৎসকরা। এ জন্য বাড়িতে অক্সিমিটার রাখা জরুরি।
অক্সিমিটার একটি ছোট যন্ত্র, যা থার্মোমিটারের মত বাড়িতেই রাখা যায়। এটি রোগীর আঙুল বা কানে আটকে দেওয়া হয়। যদি অক্সিমিটারে এসপিও২ ৯৫-এর কম দেখায় তবে শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম আর তা স্বাভাবিক নয়। আর যদি এসপিও২ ৯৩-র দেখায় তবে শ্বাসপ্রশ্বাসে অসুবিধে না থাকলেও চিকিৎসকের দ্বারস্থ হওয়া প্রয়োজন।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -