ওয়াশিংটন: হোয়াইট হাউসের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করল সিক্রেট সার্ভিস। শোনা যাচ্ছে, ওই ব্যক্তির কাছে অস্ত্র ছিল। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় সাংবাদিক বৈঠকে বসেছিলেন। আচমকা বৈঠকের মধ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই হোয়াইট হাউসের লনে দেখা যায় হাতে অটোমেটিক রাইফেল, কালো পোশাক পরা সিক্রেট সার্ভিসের লোকজনকে। কয়েক মিনিট পর ফের আসেন ট্রাম্প, তিনিই সাংবাদিকদের খবর দেন, হোয়াইট হাউসের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করা হয়েছে। সিক্রেট সার্ভিস টুইট করে বলেছে, সেভেনটিন্থ স্ট্রিট ও পেনিসিলভ্যানিয়া অ্যাভিনিউয়ের মধ্যে ওই শ্যুটিংয়ের ঘটনায় তাদের এক অফিসার যুক্ত রয়েছেন।
সিক্রেট সার্ভিস বলেছে, মনে করা হচ্ছে, আহত ব্যক্তি সন্দেহভাজন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ট্রাম্প বলেছেন, ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে তিনি কিছুই জানেন না। সে সশস্ত্র ছিল কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, যা শুনেছেন, তাতে মনে হচ্ছে, হ্যাঁ। তবে হয়তো এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, কারণ গোটা ঘটনা ঘটেছে হোয়াইট হাউসের বাইরে। ফলে নিরাপত্তা কোনওভাবে বিঘ্নিত হয়নি, দাবি করেছেন তিনি।
হোয়াইট হাউসের আশপাশের রাস্তাগুলি আটকে দেওয়া হয়েছে, ঘোরাফেরা করছে পুলিশ ও অন্যান্য আধিকারিকদের গাড়ি। ফিলিপোস মেলাকু নামে এক বিক্ষোভকারী বছরের পর বছর ধরে হোয়াইট হাউসের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, তিনি বলেছেন, স্থানীয় সময় সন্ধে ৬টা বাজতে ১০-এ তিনি গুলির আওয়াজ পান। তারপর শোনেন পুরুষ কণ্ঠে আর্তনাদ। সঙ্গে সঙ্গে অটোমেটিক রাইফেল উঁচিয়ে অন্তত ৮ থেকে ৯ জন দৌড়ে আসেন।
এই ঘটনায় কি ভীত মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প বলেছেন, গোটা বিশ্বই বিপজ্জনক, তাই যা ঘটেছে তা অস্বাভাবিক কিছু নয়। সিক্রেট সার্ভিসের দেওয়া নিরাপত্তায় তিনি যথেষ্ট সুরক্ষিত, মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।