নয়াদিল্লি: এমনিতে তো করোনা অতিমারী, তারপর গ্রীষ্মটাও ঠিকঠাক পড়ছে না। এই ঠাণ্ডা, এই গরম আর লেগেই আছে নাছোড়বান্দা বৃষ্টি। এই পরিস্থিতিতে ঠিক কতয় এসি চালাবেন? দেখে নিন কী বলছে কেন্দ্র।


এক নির্দেশিকায় কেন্দ্র বলছে, করোনার সময়ে এসির আদর্শ তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রির ভেতরে, আপেক্ষিক আর্দ্রতা যেন থাকে ৪০-৭০ শতাংশ। নির্দেশিকায় বলা হয়েছে, এসি চলার সময় দেখতে হবে বাইরের হাওয়া অবশ্যই যেন অল্প হলেও ঢোকে, জানালা বা ঘুলঘুলি সামান্য ফাঁক রাখুন। আর্দ্রতা যেন ৪০ শতাংশের নীচে নেমে না যায় দেখবেন। দরকার পড়লে ঘরে একটা পাত্রে গরম জল রাখুন, জল বাষ্প হয়ে আর্দ্রতা ঠিক রাখতে সাহায্য করবে।

ঘরে যেন আলো হাওয়া খেলার যথেষ্ট ব্যবস্থা থাকে, দরকারে ব্যবহার করুন এক্সহস্ট ফ্যান। এই ফ্যানের মাধ্যমে ৭০-৮০ শতাংশ টাটকা বাতাস ভেতরে ঢোকা দরকার।

লকডাউনের জেরে বেশিরভাগ অফিসকাছারি এখন বন্ধ। ইঞ্জিনিয়ারিং হোক বা স্বাস্থ্য সম্পর্কিত সুরক্ষা- এই অফিসগুলি খোলার পর ভাল করে দেখভাল প্রয়োজন। কারণ দীর্ঘদিন বন্ধ থাকার পর এসিতে ছত্রাক ধরে যেতে পারে। তা ছাড়া পাখির নোংরা, কীটপতঙ্গ বেড়ে যাওয়া সংক্রান্ত নানা সমস্যার সমাধান প্রয়োজন।  বলছে নির্দেশিকা।