করোনা সম্পূর্ণ রূপে নির্মূল হওয়ার পরেই ফিরুক ক্রিকেট, বলছেন যুবরাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2020 11:36 PM (IST)
২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন, প্লেয়াররা যখন মাঠে থাকেন তখন তাঁদের উপর এমনিই অনেক চাপ থাকে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁদের। তার সঙ্গে যদি ভাইরাসের কথা ভাবতে হয় তাহলে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে।
নয়াদিল্লি: করোনা লকডাউনের জেরে স্তব্ধ বিশ্ব। প্রভাব পড়েছে খেলার মাঠেও। আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। তারও আগে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল। সংশয় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। অলিম্পিক্স পিছিয়ে গিয়েছে এক বছর। বাতিল হয়ে গিয়েছে উইম্বলডন। করোনা পুরোপুরি নির্মূল হলে তবেই ক্রিকেট শুরু করার পক্ষপাতী যুবরাজ সিংহ। কারণ খেলোয়াড়দের স্বাস্থ্য এবং নিরাপত্তা খেলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুবরাজ বলেছেন, ‘‘আমার ব্যাক্তিগত মত, প্রথমে আমাদের দেশকে বাঁচাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে করোনা ভাইরাস থেকে। তারপর খেলাধুলোর কথা আসছে।'' তিনি আরও বলেন, ‘‘করোনা আগে পুরোপুরি নির্মূল হতে হবে বা ৯০-৯৫ শতাংশ চলে যেতে হবে। কারণ যদি এটা থেকে যায় আর বাড়তে থাকে তাহলে প্লেয়াররা ভয় পাবে রাস্তায় বেরতে, মাঠে নামতে, ড্রেসিংরুমে যেতে।'' ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন, প্লেয়াররা যখন মাঠে থাকেন তখন তাঁদের উপর এমনিই অনেক চাপ থাকে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁদের। তার সঙ্গে যদি ভাইরাসের কথা ভাবতে হয় তাহলে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে। যুবরাজ বলেছেন, ‘‘একজন প্লেয়ার যখন দেশ বা ক্লাবের প্রতিনিধিত্ব করছে তখন সে এমনিতেই অনেক ধরনের চাপের মধ্যে থাকে। যখন খেলতে নামবে তখন কেউ চাইবে না করোনা ভাইরাসের আতঙ্ককে সঙ্গে নিয়ে নামতে।''