নয়াদিল্লি: সবুজের জায়গায় গোলাপি। হোয়াটসঅ্যাপ নিয়ে সাইবার দুনিয়ায় বড়সড় ফাঁদ। হোয়াটসঅ্যাপ পিঙ্ক ইনস্টল করলেই আপনার ব্যক্তিগত তথ্য হাতছাড়া হতে পারে। যা নিয়ে সতর্ক করেছেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ রাজশেখরে রাজারিয়া।



একের পর এক বিতর্ক। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে তোলপাড় দুনিয়া। সম্প্রতি অ্যাপের পলিসি নিয়ে সরব হন ইউজাররা। যেখানে তাঁরা দাবি করেন, অ্যাপ-এর পলিসি আপডেটের ফলে অন্যের হাতে চলে যেতে পারে তাঁদের তথ্য। পরিস্থিতি এমন হয়, যাতে বিবৃতি দিতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ। তারা জানায়, গ্রাহকের তথ্য কোনওভাবেই অন্যের হাতে দেবে না তারা।

এই বিতর্ক কাটতে না কাটতেই এবার নয়া সমস্যার মুখে হোয়াটসঅ্যাপ ইউজাররা। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ রাজশেখরে রাজারিয়া টুইট করে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ পিঙ্কের নামে ফাঁদ পেতেছে হ্যাকাররা। যার প্রমাণ দিতে স্ক্রিনশট তুলে ধরেছেন তিনি। কীভাবে হ্যাকারদের চক্রে পা দিচ্ছেন ইউজাররা? বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে হোয়াটসঅ্যাপ পিঙ্ক রঙের অভিজ্ঞতা নিতে লিঙ্ক পৌঁছচ্ছে গ্রাহকদের কাছে। কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলে দেখা যাচ্ছে, একেবারে ভিন্ন পেজে গিয়ে উঠছেন ইউজাররা। যার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের কোনও যোগ নেই।

সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে রাজরিয়া জানান, একবার ভুয়ো অ্যাপ ইনস্টল করলেই একটা লিঙ্ক ডাউনলোড করতে বলবে হোয়াটসঅ্যাপ পিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার থেকে যতটা সম্ভব ডেটা সংগ্রহ করবে হ্যাকাররা। তবে সবাইকে টার্গেট করেনি সাইবার ক্রিমিনালরা। বেছে বেছে মিডিয়া ও পুলিশকেই নিশানা করা হয়েছে। রাজস্থান ও দিল্লি পুলিশের কাছে প্রথম এই হোয়াটসঅ্যাপ পিঙ্ক ডাউনলোড করার প্রস্তাব আসে। রাজারিয়াকে প্রথম এই ফেক অ্যাপ-এর বিষয়টি নজরে আনেন দিল্লি পুলিশের ইনস্পেক্টর দাতারাম যাদব। ওই পুলিশ অফিসার জানান, প্রথমে পুলিশের একটি গ্রুপে হোয়াটসঅ্যাপ দেখতে পান তিনি।

ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে হোয়াটসঅ্যাপের। সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সন্দেহজনক এই ধরনের কোনও ইমেল বা অন্যকিছু চোখে পড়লেই তারা যেন রেসপন্ড না করেন। অথবা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

সম্প্রতি দেশের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গেছে। যা মারাত্মক ক্ষতি করতে পারে ইউজারদের। হ্যাকার হানার জেরে গোপন তথ্য হারাতে পারেন অ্যাপের ব্যবহারকারীরা। অ্যান্ড্র্য়েড ও আইওএস-এ হোয়াটসঅয়াপের পুরোনো ভার্সনের জেরেই হতে পারে এই ক্ষতি। 


সব থেকে বড় বিষয় এই সতর্কবার্তা দিয়েছে খোদ CERT-এর মতো দল। দেশের সাইবার নিরাপত্তায় 'ন্যাশনাল টেকনোলজি আর্ম' হিসাবে তকমা দেওয়া এই টিমকে। সাইবার হানার বিষয়ে এরা বিশেষজ্ঞ বলেই চিহ্ণিত। CERT-এর তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় কিছু ফাঁকফোকর রয়েছে। যার জেরে বহু দূরের কোনও ব্যক্তি আপনার সিস্টেমে ঢুকে পড়তে পারে। হ্যাকার হানার জেরে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে ইউজারের। যা থেকে বাঁচতে অ্যাপের আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে ইউজারদের।