চেন্নাই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের নেপথ্যে অন্যতম কারিগর মনে করা হয় তাঁকে। ডেত ওভারে তাঁরে একের পর এক ভয়ঙ্কর ইয়র্কার ব্যাটসম্যানদের জীবন ওষ্ঠাগত করে তোলে। মারতে গিয়ে উইকেটই খুইয়ে বসেন প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা।
সেই যশপ্রীত বুমরাকে এবার প্রশংসায় ভরিয়ে দিলেন এমন একজন, গোটা বিশ্বের তাবড় বোলাররা যাঁকে এক সময় শুধু সমীহই করতেন না, ভয়ও পেতেন। নজফগড়ের নবাব, বীরেন্দ্র সহবাগ। নিজের অননুকরণীয় ভঙ্গিমায় যিনি বলেছেন, বুমরাই মুম্বই ইন্ডিয়ান্সের ব্রহ্মাস্ত্র। আর যতদিন বুমরা আছেন, রোহিত শর্মারা অপরাজেয়।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের আগের ম্যাচ রাহুল চাহার ১৯ রানে ৩ ও ট্রেন্ট বোল্ট ২৮ রানে ৩ উইকেট নিলেও আসল কাজটি করেন বুমরা। ১৭তম ওভারে মাত্র ৩ রান দেওয়ার পরে ১৯তম ওভারে ফের তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। তখন জেতার জন্য হায়দরবাদের প্রয়োজন ১২ বলে ২১ রান। একটা ওভারে কয়েকটা বিগহিট মানে ম্যাচ হায়দরাবাদের কব্জায়। অথচ বুমরা মাত্র ৫ রান দেন। ফলে সেখানেই বিপক্ষের জয়ের আশা পুরোপুরি শেষ হয়ে যায়। যা দেখে উচ্ছ্বসিত সহবাগ। বীরু বলেছেন, 'বুমরা হল মুম্বই ইন্ডিয়ান্সের ব্রহ্মাস্ত্র। যতক্ষণ বুমরা চলবে, মুম্বই অজেয় থাকবে।'
তবে শুধু বুমরা নন, রোহিতদের দলের সামগ্রিক বোলিংয়েরও প্রশংসা করেছেন সহবাগ। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ট্রেন্ট বোল্ট, বুমরা নতুন বলে আগুন ঝরানোর পর শেষের দিকেও রান আটকে দিচ্ছে। স্পিরান রাহুল চাহার অনবদ্য। ওকে মাঝের ওভারে সঙ্গত দেওয়ার জন্য ক্রুণাল পাণ্ড্য ও কায়রন পোলার্ড আছে। গত ম্যাচে আবার হার্দিক পাণ্ড্য অনেক দিন পর বোলিং করল। সত্যি বলতে রোহিতের কাছে বোলিংয়ের একাধিক বিকল্প আছে। আর তাই ওর দল অন্যান্যবারের মতো এ বারও আইপিএলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।' প্রসঙ্গত, চলতি আইপিএলে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজয়ের পর কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদকে পরপর দুই ম্য়াচে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই।
দৃষ্টান্ত! সতীর্থ রশিদের সঙ্গে রমজানের উপবাস ওয়ার্নার-উইলিয়ামসনের