কলকাতা: গম পাচারের অভিযোগ নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে সরগরম রাজ্য-রাজনীতি।


উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে আটক হয়েছে ১৭৫টি গমবোঝাই ট্রাক। রবিবার বসিরহাট মহকুমা আদালতের নির্দেশে উদ্ধার হওয়া ১৭৫টি লরির মোট ৫১০০ মেট্রিক টন গম গুদামজাত করার প্রক্রিয়া শুরু হল।

শুল্ক দফতরের আধিকারির প্রশান্ত গিরি বলেছেন, আদালতের নির্দেশে মজুত করা হচ্ছে। পুলিশ তদন্ত করবে। বৈধ প্রমাণ হলে ছেড়ে দেওয়া হবে। যদিও পাল্টা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। জনৈক ব্যবসায়ী কান্তি দত্ত বলেছেন, সরকার ঠিক করছে না। এভাবে আটকে রাখলে আদালতে যাব।

পাচারের অভিযোগে শনিবারই উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। রবিবারও বজায় থাকল তার রেশ। বনগাঁয় গুদামে গম মজুতের তথ্য চেয়ে পথ অবরোধ করল বিজেপি। এদিন সকালে বনগাঁর কালোপুরে প্রায় সোয়া ১ ঘণ্টা যশোর রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। বারাসতের বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস বলেছেন, গোডাউন সিল করতে হবে। পদত্যাগ করতে হবে খাদ্যমন্ত্রীকে।

শুল্ক দফতর কেন্দ্রের অধীন, তা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন খাদ্যমন্ত্রী। সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। খাদ্যমন্ত্রীর তোপ, বিজেপি মূর্খের দল। হরিয়ানা থেকে আসছিল। এলাকা কাস্টমসের আন্ডারে। অশিক্ষিতের দল। রাজ্য পুলিশ ধরেছে।