কলকাতা: তাহলে করোনাভাইরাসকে কি ধন্যবাদ দেবেন গজেন্দ্র শাহ? রাস্তায় টাকা হারিয়ে ফেললে নেহাত কপাল ভাল হলে, ভাগ্যদেবী সহায় থাকলে আপনি তা ফেরত পেতে পারেন। আর গজেন্দ্র কিনা রাস্তায় খোয়া যাওয়া ২০ হাজারের বেশি টাকা ফেরত পেলেন করোনাভাইরাস অতিমারীর জন্য!
সহর্ষ জেলার কোপা গ্রামের অটোচালক পকেটে টাকা নিয়ে গজেন্দ্র স্থানীয় মহুয়া বাজারে টিনের শেড কিনতে যাচ্ছিলেন। আচমকা পকেটে হাত দিয়ে বুঝতে পারেন, টাকাটা নেই। পকেট থেকে খৈনির ডিবে বের করতে গিয়ে টাকাটা রাস্তায় পড়ে গিয়ে থাকতে পারে বলে মনে হয় তাঁর। কিন্তু তাও নিশ্চিত ছিলেন না তিনি। তাই অটো থেকে নেমে কয়েক কিমি পিছনে হাঁটতে হাঁটতে রাস্তায় খোঁজাখুঁজি করেন। কিন্তু টাকা মেলেনি। বাড়ি ফিরে আসেন হতাশ হয়ে। কিন্তু কিছুক্ষণ বাদেই প্রতিবেশীরা এসে জানান, উদাকিষণগঞ্জ থানার পুলিশ কিছু টাকা উদ্ধার করেছে। পরে জানা যায়, রাস্তায় ওই টাকা পড়ে থাকতে দেখেও তা তুলে নেওয়ার সাহস হয়নি কারও, পাছে তা থেকে করোনাভাইরাস সংক্রমণ হয়ে যায়, এই ভয়ে। স্থানীয় লোকজন পুলিশকে বলে, ওই নোটে ভাইরাস আছে, কেউ ইচ্ছে করে সংক্রমণ ছড়ানোর জন্যই সেগুলি রাস্তায় ফেলে রেখেছে।
পরে গজেন্দ্র সাক্ষীদের নিয়ে থানায় গিয়ে দাবি করেন, ওই টাকা তাঁর। পুলিশ দাবি খতিয়ে দেখে, প্রমাণ চায়, সাক্ষীদের লিখিত হলফনামা দিতে বলে। তারপর সেই টাকা গজেন্দ্রর হাতে তুলে দেয় তারা।
শেষ পর্যন্ত টাকার মাধ্যমে ভাইরাস ছড়ানোর ষড়যন্ত্র হয়েছে, এই ভুয়ো খবরটা আশীর্বাদ হয়ে এল গজেন্দ্রর কাছে।
পাছে করোনা সংক্রমণ ছড়ায়, এই ভয়ে রাস্তায় পড়ে থাকলেও কেউ ছোঁয়নি! ২০০০০ টাকা ফেরত পেলেন অটোচালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2020 08:06 PM (IST)
স্থানীয় লোকজন পুলিশকে বলে, ওই নোটে ভাইরাস আছে, কেউ ইচ্ছে করে সংক্রমণ ছড়ানোর জন্যই সেগুলি রাস্তায় ফেলে রেখেছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -