মুম্বই: এপ্রিল মাসের শেষ দুদিনে চলে গেছেন বলিউডের দুই নক্ষত্র। ইরফান খান ও ঋষি কপূর। তাঁদের স্মৃতি চারণায় কলম ধরলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
একটি বিদেশি সংবাদপত্রে শর্মিলা লিখেছেন, 'আমার দুই প্রিয় তারকা সময়ের আগেই চলে গেলেন তাঁদের পরিবার, পরিজন, বৃহত্তর পরিবার ও অনুরাগীদের ছেড়ে।'
দেশজুড়ে লকডাউন চলায় প্রিয় তারকাদের শেষকৃত্যে অংশ নিতে পারেননি বিশেষ কেউই। সেই শোকও ঝরে পড়ল শর্মিলার কলমে। লিখলেন, শেষ বার 'বাই' বলারও সুযোগ পেলাম না।


তাঁদের প্রয়াণে চলচ্চিত্র জগতে বিরাট বড় শূন্যতার সৃষ্টি হয়েছে। কে সেই স্থানপূরণ করবে? কিংবা আদৌ কি তা করতে চাই আমরা? লিখেছেন শর্মিলা।

ঋষি কপূরের অভিনয়, তাঁর স্বতস্ফূর্তভাবের ভূয়সী প্রশংসা করে তিনি লেখেন, হাম তুম ছবিতে যখন ঋষির চরিত্রটি এল তখন সেফের থেকে তাঁর দিকেই নজর ঘুরে গেল, এমনই প্রতিভা তাঁর।

শর্মিলা আরও লিখেছেন, ঋষি দৃশ্যের গুরুত্ব বুঝতেন। জানতেন অন্যদের জায়গা দিতেও। নিজের তারকা সত্ত্বা দিয়ে অন্যদের ঢেকে দিতেন না।

অন্যদিকে ইরফানের সাবলীল ডায়লগ ডেলিভারিরও ভূয়সী প্রশংসা করেন শর্মিলা।