নয়াদিল্লি: দেশে টিকার আকাল, তারমধ্যেই স্বস্তির খবর দিল কেন্দ্র। জানাল, চলতি বছরেই ভারতের হাতে আসবে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ। পাশাপাশি ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত যে কোনও টিকা আসতে পারে ভারতে। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। পাশাপাশি জানিয়েছেন, এফডিএ, হু অনুমোদিত যে কোনও টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতে টিকা প্রস্তুত করতে চাইলে দ্রুত লাইসেন্স দেবে কেন্দ্র।  


এদিন সাংবাদিক বৈঠকে ডাঃ পাল জানিয়েছেন 'এফডিএ এবং হু অনুমোদিত ওই সব সংস্থা আবেদন করলে এক দু-দিনের মধ্যেই ইমপোর্ট লাইসেন্স দিয়ে দেওয়া হবে। আপাতত কোনও লাইসেন্স দেওয়া বাকি নেই এবং লাইসেন্সের জন্য অনুমতি চেয়ে কোনও আবেদন আমাদের কাছে এই মুহূর্তে অবশ্য জমা পড়েনি। গত মাসেইই মার্কিন যুক্তরাষ্ট্র, ইওরোপিয়ান ইউনিয়ন এবং জাপানকে ভ্যাকসিন বিষয়ে ফাস্ট-ট্র্যাকড অনুমোদন দিয়েছে ভারত সরকার।


উল্লেখ্য, ভ্যাকসিন মৈত্রী প্রকল্পে প্রতিবেশী দেশ থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা-সহ অন্ত ১৫০টি দেশে করোনার জীবনদায়ী ওষুধ এবং প্রতিষেধক পাঠিয়েছে ভারত। সবমিলিয়ে ৬ কোটি ৬৩ লক্ষ ৭০ হাজার ভ্যাকসিন রফতানি করা হয়েছে ভারত থেকে। তবে গত মার্চ থেকে ভারতের অভ্যন্তরেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই রফতানি থমকে গিয়েছে।


এ দিন ডাঃ পাল জানিয়েছেন, 'বায়োটেকনোলজি, সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ এবং বিদেশ মন্ত্রক ফাইজার, মদার্না এবং জনসন অ্যান্ড জনসনের মতো ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। তিনি আরও জানান, 'আশা করা যায় ভারতে রফতানি নিয়ে তাঁরা ভাবনা চিন্তা করছেন।' 


এদিন ডাঃ পাল বলেন, 'অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রায় ২১৬ কোটি ভ্যাকসিন তৈরি হবে। এবং সকলের ভ্যাকসিন নিশ্চিত করা হবে।'


উল্লেখ্য, প্রথম দফায় ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি। সামনের সপ্তাহ থেকেই বাজারে এই টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। বৃহস্পতিবার এ বিষয়ে তিনি বলেন, "যে সব টিকা ইতিমধ্যেই রাশিয়া থেকে এসেছে, সেই টিকা সামনের সপ্তাহ থেকে পাওয়া যাবে দেশের বাজারে। রাশিয়া থেকে আরও টিকা আসছে।"


দেশের লাগামছাড়া করোনা সংক্রমণ। শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ। তবে তাও মিলছে না বলেই অভিযোগ। পর্যাপ্ত টিকা নেই জানিয়ে অভিযোগ করেছে একাধিক রাজ্য। তারা কেন্দ্রকে টিকাকরণ পলিসি পরিবর্তনেরও পরামর্শ দিয়েছে। সব মিলিয়ে টিকাকরণ নিয়ে একাধিক প্রশ্নের মধ্যেই স্বস্তির খবর শোনাল কেন্দ্র।