নয়া দিল্লি: কোভিড নিয়ে এবার বড়সড় আপডেট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি বিশ্বজুড়ে কোভিড ভাইরাস রপভাব অনেকটাই কমেছে। কিন্তু এই কোভিড শেষের নয়। বরঙ আগামী দিনে এমনভাবেই থেকে যাবে বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডাঃ টেড্রোস আধানম গেব্রেয়েসাস বলেছেন যে বিশ্বে আরও কয়েক দশক ধরে  কোভিডের প্রভাব অনুভূত হবে।     

  


হু- প্রধান বলেন যারা যারা ঝুঁকিপূর্ণ তাঁদের ক্ষেত্রে এটা আরও গুরুতর হয়ে উঠতে পারে। অতিমারীটি যত দীর্ঘায়িত হবে ততই প্রভাব আরও খারাপ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, "কোভিড মহামারীর প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হবে। বিশেষ করে যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে অবস্থিত। মহামারীটি যত দীর্ঘায়িত হবে, সেই প্রভাবগুলি তত খারাপ হবে।" 


ডঃ টেড্রোস বলেন যে বর্তমানে কমনওয়েলথ দেশগুলির জনসংখ্যার মাত্র ৪২ শতাংশ ডবল ডোজ টিকা পেয়েছে এবং দেশগুলির মধ্যে ব্যাপক টিকা বৈষম্য রয়েছে। তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকার মতো দেশে মাত্র ২৩ শতাংশ টিকা দেওয়ার হার রয়েছে।" তবে পাশাপাশি ভ্যাকসিন আপডেটেরও প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন।                                                                 


বিশ্বের অন্তত ৫৭টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নয়া রূপটি। সম্প্রতি এমনটাই জানিয়েছিল হু। ১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনের সন্ধান মেলার পর ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে বাকি বিশ্বে। তাদের রিপোর্টে উঠে এসেছে বিশ্বের অন্তত ৫৭টি দেশে এই রূপের উপস্থিতি পাওয়া গিয়েছে। আগামী দিনে তা আরও বাড়বে।                                           


ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি না থাকারই সম্ভাবনা বেশি। ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার করা এক নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। মঙ্গলবার হু-এর বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভে সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিএ.২’-এর সম্পর্কে এখনও বিশেষ কিছুই জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই রূপটি ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে সামান্য বেশি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন।