আগরতলা:  ত্রিপুরার (Tripura) পরবর্তী মুখ্যমন্ত্রী (Tripura Cm) হতে চলেছেন মানিক সাহা। সূত্রের খবর, বিপ্লব দেবের পর মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন তিনি। ত্রিপুরা বিজেপির (BJP) রাজ্য সভাপতি মানিক সাহা। রাজ্যসভার সাংসদও। সূত্রের খবর, তাই মানিক সাহার (Manik Saha) নামেই সিলমোহর দিয়েছে বিজেপি (BJP) নেতৃত্ব। এর পর বিজেপি বিপ্লব দেবকে রাজ্যসভার সাংসদ করতে পারে বলেই জল্পনা। 


শনিবার ত্রিপুরার রাজ্যপালের (Tripura Governor) কাছে হঠাৎই ইস্তফা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura CM) বিপ্লব দেব (Biplab Deb)। হঠাৎ কেন বিপ্লব দেবের ইস্তফা? এ নিয়ে রাজনৈতির মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা । ২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিপ্লব দেব।


এ দিন কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। তবে মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা বিপ্লব দেবের ইস্তফা ঘিরে তুঙ্গে জল্পনা। গতকালই দিল্লিতে অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন তিনি। ভোটের আগে সংগঠনে জোর দেওয়ার দাবিও করেন। 


উল্লেখ্য, বিপ্লবের পরে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে বৈঠক করে বিজেপি (BJP)। বৈঠকে উপস্থিত ছিলেন, ভূপেন্দ্র যাদব, বিনোদ তাওড়ে। বৈঠকের জন্য ডাকা হয় রাজ্য সভাপতি মানিক সাহাকেও। আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছে ৫ জনের নাম।


জিষ্ণু দেববর্মা, মানিক সাহা, প্রতিমা ভৌমিককে নিয়ে জল্পনা। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অতুল দেববর্মা, প্রণজিত্‍ সিংহ রায়। এই মুহূর্তে ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন জিষ্ণু দেববর্মা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অতুল দেববর্মা ত্রিপুরার কৃষ্ণপুরের বিধায়ক এবং প্রণজিত্‍ সিংহ রায় এখন ত্রিপুরার পর্যটন ও কৃষিমন্ত্রী। 


আরও পড়ুন: Biplab Kumar Deb Resignation : ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা বিপ্লব দেবের


প্রসঙ্গত, এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পর বিপ্লব দেব বলেন, আশাকরি, আমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করেছি। প্রত্যেকের কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। আমাকে যেখানেই রাখা হোক না কেন, বিপ্লব দেব সব জায়গায় ফিট। ।