জেনিভা: পৃথিবী জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যখন ১.১ কোটি ছুঁইছুঁই, তখন টনক নড়ল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। পূর্ববর্তী অবস্থান থেকে ডিগবাজি খেয়ে এখন তারা অবশেষে স্বীকার করল, মহা-সংক্রমক এই ভাইরাস সম্পর্কে চিন সংযুক্ত রাষ্ট্রপুঞ্জকে সময়মতো অবগত করেনি।
এক মার্কিন সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ওয়েবসাইটে কোভিড-১৯ সংক্রান্ত খবরের ঘটনাক্রমে পরিবর্তন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পত্রিকার দাবি, হু-এর ওয়েবসাইট থেকে একটা তথ্য প্রত্যাহার করা হয়েছে যেখানে আগে বলা ছিল-- উহানে নিউমোনিয়া সংক্রমণের রিপোর্ট করেছে চিন।
পত্রিকা জানিয়েছে, গতমাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হওয়া মার্কিন হাউস বিদেশ বিষয়ক কমিটি রিপাবলিকান্স-এর অন্তর্বর্তী রিপোর্টে বলা হয়েছিল, উহানে শুরুর দিকে করোনা সংক্রমণের খবর একেবারেই জানায়নি চিন। এরপরই, অত্যন্ত গোপনে "টাইমলাইন অফ হু-জ রেসপন্স টু কোভিড-১৯" শীর্ষক ঘটনাক্রমে মঙ্গলবার এই পরিবর্তন আনে হু।
আগে হু-এর ওয়েবসাইটে "টাইমলাইন অফ হু-জ রেসপন্স টু কোভিড-১৯" ঘটনাক্রমে কী লেখা ছিল?
৩১ ডিসেম্বর, ২০১৯: হুবেই প্রদেশের উহানে একাধিক নিউমোনিয়া সংক্রমণ ঘটেছে বলে জানায় উহানের পুর-স্বাস্থ্য কমিশন। যার অব্যবহিত নোভেল করোনাভাইরাস চিহ্নিত হয়েছিল।
কী পরিবর্তন করা হয়েছে?
৩১ ডিসেম্বর, ২০১৯: উহানের পুর-স্বাস্থ্য কমিশনের ওয়েবসাইটকে উদ্ধৃত করা চিনা সংবাদমাধ্যমের একটি রিপোর্ট পায় চিনে অবস্থিত হু-এর দফতর। সেখানেই বলা হয়েছিল, উহানে দ্রুতহারে ছড়িয়ে পড়া এক 'ভাইরাল নিউমোনিয়া'-র কথা।
এর অর্থ কী?
আগের বক্তব্যের অর্থ ছিল, চিনা প্রশাসন প্রথম ঘটনার কথা জানিয়েছিল। কিন্তু, পরিবর্তিত বক্তব্যের অর্থ হল হু আসলে চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ওই ধারনা তৈরি করেছিল। সরকারিভাবে, হু-কে এই ভাইরাল সংক্রমণের কথা জানানো হয়নি।
এখন কী হবে?
অনেকেই মনে করেন, করোনাভাইরাসকে যদি চিন নিজের সীমার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে বিশ্বে এমন অতিমারী ছড়িয়ে পড়ত না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই অভিযোগ করেছেন, চিনের ওপর নরম হু। যে কারণে, চিনা ভাইরাস বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট হু-এর আচরণে এতটাই বিরক্ত ছিলেন, যে তিনি জানিয়ে দেন, হু সদস্যপদ ছেড়ে দেবে আমেরিকা। যদিও, হু-এর মহাসচিব তেদরস আধানম ঘেব্রেয়েসাস জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও হু-এর সদস্য।