তিনি লিখেছেন, আমি বুঝতে পারছি প্রধানমন্ত্রী মোদির সীমান্তে রাজনৈতিক চমক দেখিয়ে কড়া কড়া কথা বলা দরকার হয়ে পড়েছে। কিন্তু দয়া করে চুপি চুপি সীমান্তে ভারতীয় জওয়ানদের বলে দিন, যে চিনকে তোমরা চেন, সে কিন্তু ভারতের চেয়ে অনেক বেশি শক্তিধর। পিএলএ-র সঙ্গে যেন তারা পাল্লা দিতে না যায় কেননা পিএলএ-র কাছে তারা কিছুই নয়।
শুক্রবার সকালে আচমকা লেহ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখতে যান। তাঁদের উদ্দেশে ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করেন, মনোবল বাড়ান। নাম না করলেও চিনকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদ নয়, এটা উন্নয়নের যুগ। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সম্প্রসারণবাদীরা পরাজিত হয়েছে বা বাধ্য হয়ে পিছু হটেছে।
নিমোর সামরিক কেন্দ্রে গিয়ে সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারতমাতার মর্যাদা রক্ষায় তাঁরা যে সাহস, বীরত্ব, দায়বদ্ধতার পরিচয় দেন, তার তুলনা হয় না।