কলকাতা: টাকার বিনিময়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলের অভিযোগে লোকসভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মহিষ্কারের সুপারিশ করল সংসদের নীতি কমিটি। তাঁর সাংসদ পদ বাতিল করতে লোকসভার সাংসদ ওম বিড়লার কাছে সুপারিশপত্র জমা পড়ছে আগামী কালই। নীতি কমিটির বৈঠকে ৬:৪ ভোটে মহুয়ার বিরুদ্ধে তৈরি ওই খসড়া রিপোর্টে সিলমোহর পড়েছে বলে খবর। তৃণমূল সাংসদের বিরুদ্ধে কে ভোট দিলেন, পক্ষেই বা কে ভোট দিলেন, জানা গেল তা-ও।


এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের পাঁচ জন সাংসদ মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন, অপরাজিতা সারঙ্গি, রাজদীপ রায়, সুমেধানন্দ সরস্বতী, বিনোদ সোনকর, হেমন্ত গডসে। মহুয়ার সাংসদ পদ বাতিলের পক্ষে ভোট দিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের স্ত্রী পরনীত কৌর, যাঁকে আগেই সাসপেন্ড করেছে কংগ্রেস, বর্তমানে যিনি বিজেপি-র ছত্রছায়ায় থাকার জন্য পরিচিত।


মহুয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য পরনীতের প্রশংসা করেছেন মহুয়ার বিরুদ্ধে অভিযোগ আনা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর বক্তব্য, 'ভারতের জাতীয় পরিচয় এবং নিরাপত্তার পক্ষে বরাবর এক অবস্থান রয়েছে পঞ্জাবের। আজ আরও একবার পঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এবং কংগ্রেসের সাংসদ পরনীত কৌর জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করলেন না। ভারতী বীর সন্তানদের প্রতি বরাবর কৃতজ্ঞ ছিল এবং থাকবে'।


আরও পড়ুন: Cash for Query Allegations: মহুয়ার সাংসদ পদ বাতিলের রিপোর্টে সিলমোহর, ৬:৪ ভোটে মিলল অনুমোদন


তবে নিশিকান্ত পরনীতকে কংগ্রেস সাংসদ বলে দাবি করলে, দলবিরোধী কাজকর্মের জন্য এ বছরের গোড়াতেই পরনীতকে সাসপেন্ড করে কংগ্রেস। দীর্ঘদিন কংগ্রেসে থাকলেও, গত বিধানসভা নির্বাচনের আগে দল ছাড়েন পরনীতের স্বামী অমরিন্দর। নিজের পৃথক দল গঠন করলেও, পরে বিজেপি-তে যোগ দান করেন তিনি।  পরনীত বিজপি-র হয়ে দলের ক্ষতি করছেন বলেই তাঁকে দল থেকে বহিষ্কার করে কংগ্রেস।


বিরোধীদের তরফে মহুয়াকে বহিষ্কারে সায় দেওয়া হয়নি। বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলি, কংগ্রেসের ভি বৈঠিলিঙ্গম, সিপিএম-এর পিআর নটরাজন এবং সংযুক্ত জনতা দলের গিরিধারী যাদব নীতি কমিটির রিপোর্টের বিরোধিতা করেন। মহুয়াকে বহিষ্কারে সায় ছিল না তাঁদের।  দানিশ বলেন, "রিপোর্টটা গোটা পড়া হয়নি এখনও পর্যন্ত। কিন্তু দেশে দু'রকমের আইন চলতে পারে না। লাগাতার ধারা ২৭৫ নলঙ্ঘন করে চলেছেন নীতি কমিটির চেয়ারপার্সন। আমরা শুধু একটাই কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছি, আগামী দিনেও তাই করব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।"