দেখে নিন কে ছিল এই রিয়াজ নাইকু
- নাইকু ছিল এ++ জঙ্গি, বেশ কয়েক বছর ধরে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাভুক্ত।
- তার মাথার দাম ছিল ১২ লাখ টাকা।
- হিজবুলের পোস্টার বয় বুরহান ওয়ানি ২০১৬-য় খতম হয়ে গেলে রিয়াজ কমান্ডার হয়।
- সন্ত্রাসবাদী গোষ্ঠীতে যোগ দেওয়ার আগে স্থানীয় স্কুলে অঙ্কের মাস্টার ছিল সে। ৩৩ বছর আগে হাতে বন্দুক তুলে নেওয়ার আগে পর্যন্ত তার শখ ছিল গোলাপের ছবি আঁকা।
- জাকির মুসা হিজবুল ছেড়ে চলে যাওয়ার পর রিয়াজই হিজবুলকে একত্রে ধরে রাখে বলে জানায় নিরাপত্তা বাহিনী।
কীভাবে ধরা পড়ল রিয়াজ নাইকু
মঙ্গলবার গভীর রাতে পুলওয়ামা জেলায় নিজের গ্রাম বেগপোরায় আটকে পড়ে নাইকু। রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ বেগপোরা গ্রাম ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। গ্রামে ঢোকা ও বার হওয়ার সব রাস্তা সিল করে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে খতম হয় সে ও আর এক জঙ্গি। তার শেষকৃত্যে যাতে ভিড় না হয় তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে বাহিনী। জানা গিয়েছে, পুলওয়ামারই খ্রিউ এলাকার শার্শালি গ্রামে অন্য এক অপারেশনে আর এক জঙ্গির প্রাণ গিয়েছে।