ওয়াশিংটন: আন্তর্জাতিক ম্যাগাজিন Vogue-এ এবার জায়গা করে নিলেন আমেরিকার নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।  Vogue ম্যাগাজিনের ফেব্রুয়ারি সংস্করণের কভারে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের অভিযোগ, ভাইস প্রেসিডেন্টের গায়ের আসল যা রং, তা না দেখিয়ে তাঁকে বেশ ফরসা দেখানো  হয়েছে।



কোনও মহিলার সমাজ জীবনে কৃতিত্বকে তুলে ধরে Vogue। যেখানে প্রাধান্য পাওয়ার কথা নয়, তিনি সাদা না কালো। তাই তরুণীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে Vogue। কিন্তু কমলাকে ফরসা দেখিয়ে এবার বিতর্কের কেন্দ্রে আন্তর্জাতিক ম্যাগাজিনটি। ট্যুইটারে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছেন নেটিজেনরা।


 



 মার্কিন যুক্তরাষ্ট্রের আড়াইশো বছরের নির্বাচনের ইতিহাসে এই ঘটনা প্রথম। হ্যারিস আমেরিকার প্রথম ভাইস প্রেসিডেন্ট। কৃষ্ণাঙ্গী হ্যারিস আধা ভারতীয়, আধা জামাইকান। ভারতীয় বংশোদ্ভূতে আমেরিকার ক্ষমতার মসনদে বসার ঘটনা প্রথম। তাঁকে এবার কভারে রাখল Vogue। কিন্তু তা নিয়েই সমালোচনা ঝড় সোশাল মিডিয়ায়।



নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি শেয়ার করেছে Vogue। প্রথমটায় দেখা যাচ্ছে সবুজ ব্যাকগ্রাউন্ড। গোলাপি রঙের পর্দার সামনে পোজ দিচ্ছেন কমলা। পরনে কালো ট্রাউজার এবং কোট। কভারের ক্যাপশনে লেখা ‘বি দ্য পিপল, ফর দ্য পিপল, দ্য ইউনাইটেড স্ট্যাটস অব ফ্যাশন’। আরেকটা ছবিতে পাউডার ব্লু রংয়ের কোট, ট্রাউজার পরে আছেন তিনি। ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এন্ড দ্য নিউ আমেরিকা। কিন্তু দুটি ছবিতে তাঁর গায়ের রং অনেক বেশি সাদা বলে দাবি নেটিজেনদের একাংশ।



ট্যুইটারে একজন  লিখেছেন, আমার কাছে ৪টি ছবি আছে কমলার, যেটা Vogue কভারের থেকে অনেক ভাল। নারীবাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আরেকজন লিখেছেন, যেভাবে এই ছবি সাদা করা হয়েছে তার মান অত্যন্ত খারাপ। Vogue এর মানের তুলনায় ছবির সামঞ্জস্য নেই। এটা সত্যিই কমলা হ্যারিসের ছবি। আমি ভাবলাম এটা ভুয়ো ছবি। এতটাই খারাপ এর মান।