মুম্বই: মহারাষ্ট্রে তিন দলের জোট সরকারের শরিক এনসিপি নেতা তথা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নবাব মালিক সম্প্রতি রাজ্যের মুসলিমদের জন্য শিক্ষাক্ষেত্রে ৫ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে বিধানসভায় বিল আনার কথা বলেছেন। কংগ্রেস তাঁর বক্তব্যে সায় দিয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট জানান, তাঁরা মুসলিমদের সংরক্ষণের পক্ষপাতী এবং জোট সরকারের কোঅর্ডিনেশন কমিটিতে এ নিয়ে আলোচনা হবে।
যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে জানিয়েছন, তাঁর কাছে মুসলিম সংরক্ষণের প্রস্তাব আসেনি, এলে তার বাস্তবতা, গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হবে। কিন্তু বিরোধী দল বিজেপি জানিয়ে দিল, তারা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া উচিত বলে মনে করে না। দলের নেতা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার বলেছেন, শিবসেনা ঠিক অবস্থানই নিয়েছে। ওরা সংবিধান মেনে কথা বলেছে। সংবিধানে ধর্মভিত্তিক সংরক্ষণের সংস্থান নেই। ধর্মের মাপকাঠিতে শুধু মুসলিমদের সংরক্ষণ দেওয়া হলে শিখ, খ্রিস্টানরা কী অপরাধ করল! তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার এমনিতেই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া অংশের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে, যার মধ্যেই মুসলিম, খ্রিস্টানরাও পড়ছে। আমার মনে হয়, উদ্ধবজী খুব ভাল অবস্থান নিয়েছেন। শিবসেনার সঙ্গে আমাদের জোট হয়েছিল আদর্শের ভিত্তিতে। কংগ্রেস, এনসিপি এই ইস্যুতে চাপ দিলে শিবসেনার ভয় পাওয়ার কিছু নেই। ওরা চাপ দিতে সরকার ছাড়লেও আমরা এই ইস্যুতে সরকারের পাশে দাঁড়াব।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মুসলিম সংরক্ষণে ‘না’, মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি চাপ দিতে ইস্তফা দিলে শিবসেনার পাশে দাঁড়াবে, জানাল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Mar 2020 09:26 PM (IST)
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে জানিয়েছন, তাঁর কাছে মুসলিম সংরক্ষণের প্রস্তাব আসেনি, এলে তার বাস্তবতা, গ্রহণযোগ্যতা খতিয়ে দেখা হবে।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -