শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ-অবস্থান মাসখানেকের বেশি গড়িয়েছে। ভার্মা বলেছেন, ওখানে লাখ লাখ লোকের জমায়েত হচ্ছে। দিল্লির বাসিন্দাদের ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিতে হবে। ওরা আপনার বাড়িতে ঢুকে পড়বে, আপনার মা-বোন, মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলবে। এখনও সময় আছে, কাল কিন্তু আপনাদের বাঁচাতে মোদিজী, অমিত শাহ আসবেন না। দিল্লিবাসী আজ জেগে উঠলে গোটা পরিস্থিতিটা ভাল হয়ে যাবে।
শাহিনবাগের প্রতিবাদীরা দিল্লির বাসিন্দাদের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা জানিয়ে তাঁদের ‘সময় থাকতে থাকতে’ জেগে ওঠার আহ্বান জানান ভার্মা।
বলেন, অরবিন্দ কেজরিবাল শাহিনবাগের পাশে থাকার কথা বলেছেন। মনীশ শিসোদিয়াও একই কথা বলেছেন। মানুষ জানে, কাশ্মীরকে একটা আগুন গ্রাস করেছে, যাতে তাঁদের মা, বোনেরা ধর্ষিত হয়েছেন। কেরল, উত্তরপ্রদেশ, হায়দরাবাদে এমনই ঘটেছে।