নয়াদিল্লি: ঝাড়খন্ড হাতছাড়া হওয়ার পর ট্যুইট নরেন্দ্র মোদি, অমিত শাহের। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, দুজনেই রাজ্যের মানুষের রায় মেনে নিয়েছেন। মোদি ট্যুইট করেছেন, ঝাড়খন্ডের জনগণকে বিজেপিকে অনেকগুলি বছর রাজ্যের সেবা করার সুযোগ দেওয়ায় ধন্যবাদ দিচ্ছি। দলের যে কার্য্যকর্তারা কঠিন পরিশ্রম, চেষ্টা করেছেন, তাঁদেরও প্রশংসা করছি। আগামীদিনেও আমরা রাজ্যের সেবা করে যাব, জনতা-কেন্দ্রিক ইস্যু উত্থাপন করব। পাশাপাশি হেমন্ত সোরেন, জেএমএম নেতৃত্বাধীন জোটকেও ঝাড়খন্ড নির্বাচনে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যের সেবা করার জন্য তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন।



ঝাড়খন্ডে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৪১টি আসনের ন্যূনমত টার্গেটের চেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস-জেএমএম জোট। অনেক পিছিয়ে বিজেপি। হেমন্তই জোট সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।


অমিত শাহও জানিয়েছেন, ঝাড়খন্ডের জনতার রায়কে সম্মান করছি। বিজেপিকে ৫ বছর ধরে সেবা করার সুযোগ দিয়েছিলেন তাঁরা। সেজন্য তাঁদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিজেপি ঝাড়খন্ডের লাগাতার বিকাশ, উন্নয়নে বিজেপি দায়বদ্ধ থাকবে। সব কার্যকতাকে তাঁদের পরিশ্রমের জন্য অভিনন্দন জানাই।
মুখ্যমন্ত্রী রঘুবর দাশ দিনভর ক্ষমতা ধরে রাখার ব্যাপারে প্রবল আশাবাদী ছিলেন। একটা সময় বিজেপির একক বৃহত্তম দল হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে নিরাশ হতে হয়। তিনি নিজেও অনেক ভোটে পিছিয়ে আছেন। তিনি হার স্বীকার করেও সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন, এটা আমার হার, বিজেপির নয়।