নয়াদিল্লি: শুরুতেই দেশের প্রত্যেককে করোনা টিকা দেওয়া সম্ভব নয়। ঠিক করতে হবে, কারা আগে পাবেন। বললেন দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।
গুলেরিয়া বলেছেন, টিকা এসে গেলে শুরুতে সকলের জন্য পর্যাপ্ত ডোজের ব্যবস্থা করা সম্ভব নয়। এ জন্য অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা তৈরি করতে হবে, কাদের করোনায় মৃত্যুর সব থেকে বেশি আশঙ্কা রয়েছে। কোমর্বিডিটি থাকা বয়স্কদের প্রাধান্য দেওয়া হবে, তা ছাড়া সুযোগ পাবেন করোনা যুদ্ধে যাঁরা সামনের সারিতে রয়েছেন, তাঁরা।ভারতে যে টিকাগুলির পরীক্ষা চলছে সেগুলির এখন চূড়ান্ত পর্যায়। গুলেরিয়ার আশা, এ মাসের শেষে বা সামনের মাসের শুরুতে দেশের মানুষকে টিকা দেওয়ার ছাড়পত্র পাওয়া যাবে।
এইমস প্রধান জানিয়েছেন, তাঁদের কাছে তথ্য আছে, এই সব টিকা অত্যন্ত নিরাপদ, সত্তর থেকে আশিহাজার স্বেচ্ছাসেবকের ওপর সেগুলি প্রয়োগ হয়েছে। কারও শরীরে বড় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে খবর নেই। ফলে বলা যায়, স্বল্পমেয়াদিভাবে এই টিকা নিরাপদ। গুলেরিয়া আরও বলেছেন, কেন্দ্র এবং রাজ্যে যুদ্ধকালীন তৎপরতায় টিকা বিলির পরিকল্পনা করছেন তাঁরা। এ জন্য প্রয়োজনীয় হিমঘরের ব্যবস্থা হচ্ছে, যাঁরা টিকা দেবেন তাঁদের প্রশিক্ষণও শুরু হয়েছে, দেখা হচ্ছেপর্যাপ্ত সিরিঞ্জ যাতে পাওয়া যায়।
একবার প্রয়োগ করলে টিকার কার্যকারিতা দীর্ঘদিন থাকবে, জানিয়েছেন গুলেরিয়া। এর ফলে কী ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, তা দেখতে হবে।
তাঁর কথায়, করোনার সব থেকে বড় ধাক্কা কাটিয়ে ওঠা গিয়েছে, মানুষের মধ্যে যদি সচেতনতা বাড়তে থাকে, তবে পরিস্থিতির আরও উন্নতি হবে।
গোটা দেশে পাওয়া যাবে করোনা টিকা? AIIMS প্রধান গুলেরিয়া কী বলছেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Dec 2020 10:47 AM (IST)
একবার প্রয়োগ করলে টিকার কার্যকারিতা দীর্ঘদিন থাকবে, জানিয়েছেন গুলেরিয়া।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -