নয়াদিল্লি: সপ্তমবার কি গুজরাতে মসনদে বসবে বিজেপি (BJP)? কাজ করবে মোদি (Narendra Modi) ম্যাজিক? কার দখলে হিমাচল প্রদেশ? গত ৩ দশকে কোনও দল পরপর দু’বার ক্ষমতায় আসতে পারেনি হিমাচল প্রদেশে। এবারও বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপি, কংগ্রেসের সঙ্গে ভোটের ময়দানে আপ। একইভাবে আম আদমি পার্টির কাছেও বড় চ্যালেঞ্জ এই ভোট। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা তা নির্ধারণ করবে এই নির্বাচনের ফল। তবে শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।                                                           

  


দুই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই: এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে গুজরাত-হিমাচলের ভোটগণনা। আড়াই দশক পেরিয়ে এবার মোদির রাজ্যে টানা তিনদশক ক্ষমতা দখলের পথে বিজেপি। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুজরাতে ১৫৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আপ এগিয়ে রয়েছে ৭টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে। গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার ২৯ শতাংশ। আপের ভোটপ্রাপ্তির হার ১৪ শতাংশ। হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর। হিমাচলে ৩১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৩টি আসনে। অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে। 


হিমাচল প্রদেশের বিধানসভা ৬৮ আসনের। বিজেপি ও কংগ্রেস সবকটি আসনেই তাদের প্রার্থী দিয়েছে। আপ (AAP) একটি আসনে প্রার্থী দেয়নি। বাকি ৬৭টি আসনে লড়ছে। হিমাচলের লড়াইয়ে রয়েছে বহুজন সমাজবাদী পার্টিও (BSP)। তারা লড়ছে ৫৩টি আসনে। আরও একটি দল রাষ্ট্রীয় দেবভূমি পার্টি লড়ছে ২৯টি আসনে। সিপিআইএম লড়ছে ১১টি আসনে। হিমাচল জন ক্রান্তি পার্টি লড়ছে ৬টি আসনে। অন্যদিকে ১৮২ আসনের গুজরাত বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ হয়। গত ১ এবং ৫ ডিসেম্বর সেখানে ভোটগ্রহণ হয়। এদিন মোট ৩৭ কেন্দ্রে ভোটগণনা হচ্ছে। আঞ্চলিক দলগুলি থাকলেও, এ বারে গুজরাতে মূলত বিজেপি-কংগ্রেস-আপ— ত্রিমুখী লড়াই। বুথফেরত সমীক্ষায় যদিও বিজেপি-রই প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। 


আরও পড়ুন: Gujarat Election 2022: ভবিষ্যতের নিরাপত্তা বিজেপি-র কাছেই, বললেন গুজরাতে দলের প্রার্থী হার্দিক