আইজল, ১৩ অগস্ট: মিজোরামের প্রত্যন্ত গ্রামে এক মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে, টানা রক্তপাতের ফলে অবস্থা সঙ্কটজনক। অথচ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছুটিতে, মহিলাকে সাহায্য করার কেউ নেই। এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক জেডআর থিয়ামসাঙ্গা। জরুরি ভিত্তিতে অপারেশন করে প্রসূতি ও তাঁর সন্তানের প্রাণরক্ষা করলেন তিনি।


থিয়ামসাঙ্গা নিজে চিকিৎসক, স্ত্রী রোগ বিশেষজ্ঞ। এলাকায় কোনও সঙ্কট এলে গ্রামীণ মানুষদের তিনি নিজে চিকিৎসা করেন। সাম্প্রতিক ভূমিকম্প এবং করোনা পরিস্থিতিতে চম্পাই জেলার অবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন বিধায়ক। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, গুর গ্রামের বাসিন্দা সি লালমানগাইসাঙ্গি নামে ৩৮ বছরের এক যুবতীয় দ্বিতীয় সন্তান হতে চলেছে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ছুটিতে থাকায় চিকিৎসার অভাবে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তখন সাহায্যে এগিয়ে যান তিনি।