বিদিশা: মধ্যপ্রদেশের বিদিশা জেলার ঘটনা। মহিলার অভিযোগ, স্বামীর দুই বন্ধুর মধ্যে একজন তাঁকে ধর্ষণ করেছে এবং অন্যজন তাঁর স্বামীকে খুন করেছে। এই ঘটনায় তদন্তে নেমেছে মধ্যপ্রদেশের পুলিশ। সংবাদমাধ্যমকে পুলিশ আধিকারিক বিএস সিসোদিয়া জানিয়েছেন, তাঁরা শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করবেন।

মহিলার অভিযোগ, সোমবার তাঁর স্বামী দুই বন্ধু সুনীল কুশওয়াহা এবং মনোজ আহিরওয়ারকে নিয়ে একসঙ্গে মদ্যপান করেন। পরে স্বামীর দুই বন্ধু তাঁর বাড়ি আসে এবং সুনীল তাঁকে ধর্ষণ করে। মহিলার স্বামী এই ঘটনা জানার পরই তাঁকে খুন করে মনোজ। মহিলার আরও অভিযোগ ধর্ষণের সময় তাঁকে মারধরও করে সুনীল। বন্ধুর বাড়িতে আয়োজিত মদের আসরে এসেই এই ঘটনা ঘটায় সুনীল ও মনোজ,  অভিযোগ এমনই।