কলকাতা: নভেম্বরে ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে আসছেন শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় একটি সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ২২ নভেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন তিনি। সেই নিমন্ত্রণ রাখতে ওই দিন ইডেনে খেলা দেখতে আসছেন তিনি।
‘সৌরভ এখন বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি ফোন করে আমায় আমন্ত্রণ জানিয়েছেন। সৌরভ একাধারে বাঙালি, তার উপর একসময়ের স্বনামধন্য ক্রিকেটার। আমি ওর আমন্ত্রণ রাখতে ম্যাচ দেখতে যাব।’ বলেন হাসিনা।
সেই সঙ্গে হাসিনা ঠারেঠোরে বুঝিয়ে দেন, তাঁর এই সফরের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
সিএবি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই ম্যাচ দেখতে আসার সম্ভাবনা নেই। যদিও তাঁকেও ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্রের খবর, ওইদিন ঢাকা থেকে সকাল ৭টার বিমানে কলকাতায় আসবেন হাসিনা। ফিরে যাবেন সেদিনই।
এই প্রথম ইডেন গার্ডেনে ম্যাচ দেখবেন শেখ হাসিনা। তাঁর মিডিয়া সচিব ইশানুল করিম জানিয়েছেন, হাসিনা সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুবই পছন্দ করেন। তাই তাঁর আমন্ত্রণ রাখতে রাজি হয়েছেন। ওইদিন ম্যাচ উদ্বোধন করবেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে ওইদিনের ম্যাচে।
সৌরভের আমন্ত্রণে ২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে আসছেন হাসিনা
Web Desk, ABP Ananda
Updated at:
30 Oct 2019 02:17 PM (IST)
সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ২২ নভেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন তিনি। সেই নিমন্ত্রণ রাখতে ওই দিন ইডেনে খেলা দেখতে আসছেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -