নাগপুর: 'স্নেকস অন আ প্লেন' (Snakes On A Plane) ছবিটি দেখেছেন? এ যেন অনেকটা তারই ছোটখাটো সংস্করণ। তবে সাপের বদলে এখানে ছিল কাঁকড়াবিছা (Scorpion)। গল্পকথা নয়, এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানে বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। বিষাক্ত কাঁকড়াবিছার কামড় খেয়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা যাত্রী (Scorpion Bites Passenger)। নাগপুর (Nagpur) থেকে মুম্বইগামী (Mumbai) বিমান তখন মাঝ-আকাশে। অবতরণ করতেই ছুটে আসেন ডাক্তার। তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। আপাতত তিনি সুস্থ। তবে এভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে কাঁকড়াবিছার হদিস মেলায় যারপরনাই হইচই দিকে দিকে।
কী ঘটেছিল?
গত কাল বিবৃতি পেশ করে পুরো পর্বের কথা জানায় এয়ার ইন্ডিয়া। বলা হয়, '২৩ এপ্রিল, আমাদের AI 630 উড়ানের এক যাত্রী কাঁকড়াবিছার দংশনে অসুস্থ হয়ে পড়েছিলেন।' তবে তার পর প্রোটোকল মেনেই সমস্ত ব্যবস্থা নেন কর্তৃপক্ষ। গোটা বিমানের তল্লাশি করা হয়। কাঁকড়াবিছাটির হদিসও মেলে। এর পর 'ফিউমিগেশন' করা হয়েছে বিমানটির। এতেই শেষ নয়। এয়ার ইন্ডিয়ার তরফে তাদের কেটারিং বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ড্রাই ক্লিনিংয়ের দায়িত্বপ্রাপ্তদের স্পষ্ট জানিয়ে দেন ছারপোকা এবং এই জাতীয় কোনও সমস্যা আছে কিনা ভাল করে দেখে নিতে হবে। প্রয়োজনে তারাও যেন তাদের তরফে 'ফিউমিগেশন' করিয়ে নেয়, বলা হয়েছে নির্দেশে। কর্তৃপক্ষের ধারণা, বহু সময়ে কেটারিং ও ড্রাই ক্লিনার্সের তরফে বিমানযাত্রীদের জন্য যে পরিষেবা দেওয়া হয় তার সঙ্গেই এই ধরনের বিষাক্ত প্রাণী চলে আসতে পারে। তাই সাবধান থাকতে হবে সব দিক থেকে। রেকর্ড অবশ্য বলছে, এর আগেও বিমানে সরীসৃপ জাতীয় প্রাণীর দেখা পাওয়া গিয়েছিল।
বিমানে 'অনাহূত'...
গত ডিসেম্বরের ঘটনা। এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস প্লেনের 'কার্গো হোল্ড'-এ সাপের দেখা পাওয়া গিয়েছিল। বিমানটি কালিকট থেকে দুবাই যাচ্ছিল। দুবাই অবতরণের পরই দ্রুত দমকলে খবর দেওয়া হয়। সাপের হদিস মিলতেই আগে ধীরে ধীরে যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছিল। সে বার কর্তৃপক্ষ জানিয়েছিলেন, যাঁরা 'গ্রাউন্ড হ্যান্ডলিং' করেন, তাঁদের গাফিলতিতেই এই অবস্থা। যদিও এই ঘটনার জেরে দুবাই বিমানবন্দরে ৭ ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীদের। সেই ভোগান্তির কথা সোশ্য়াল মিডিয়ায় শেয়ারও করেছিলেন এক জন। কিন্তু বার বার এই ধরনের ঘটনা এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার যাত্রী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকের মনেই।