জলন্ধর: রাস্তার ধারে প্রসব করতে বাধ্য হলেন এক মহিলা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মারা গেল সদ্যোজাত। অ্যাম্বুলেন্স মেলেনি। তাই রিক্সায় করে হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই মহিলাকে।

ওই মহিলার স্বামী কান্নু পেশায় রিক্সা-চালক। উত্তরপ্রদেশের বাহারাইচের বাসিন্দা কান্নু জানিয়েছেন, তাঁর স্ত্রীর প্রসববেদনা শুরু হওয়ায় তিনি অ্যাম্বুলেন্স পরিষেবায় ফোন করেন। কিন্তু সেই ফোন কেউ ধরেনি। বাধ্য হয়েই তিনি দুই মহিলা আত্মীয়কে নিয়ে স্ত্রীকে রিক্সাতে চাপিয়ে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু কোম্পানি চক এলাকায় পৌঁছনোর পর কান্নুর স্ত্রীর প্রসববেদনা তীব্র হয়। তাই রিক্সা থেকে নামিয়ে কান্নু স্ত্রীকে রাস্তার ধারে বসান। সেখানেই কান্নুর স্ত্রী সন্তানের জন্ম হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সদ্যোজাতর মৃত্যু হয়।

এরইমধ্যে কয়েকজন পথচারী অ্যাম্বুলেন্স পরিষেবায় ফোন করেন। আধ ঘন্টা পর সেখানে অ্যাম্বুলেন্স আসে। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এরইমধ্যে স্থানীয় সিভিল সার্জেন এই ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের কোনও অবহেলার কথা অস্বীকার করেছেন।