বিহারে মহিলাকে গণধর্ষণ, ৫ বছরের ছেলের সঙ্গে বেঁধে নদীতে নিক্ষেপ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Oct 2020 11:22 PM (IST)
ঘটনার সত্যতা স্বীকার করে বিহার পুলিশ মহিলার মেডিকেল পরীক্ষা করে এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে।
পটনা: উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়ের গণধর্ষণ, মৃত্যুতে দেশব্যাপী নিন্দা, সমালোচনার ঝড়। তার মধ্যেই হিন্দি বলয়ের আরেক রাজ্য বিহারের বক্সারে ফের গণধর্ষণের অভিযোগ উঠল, যা দেশে মহিলারা কতখানি সুরক্ষিত, সেই প্রশ্ন তুলে দিল ফের। অভিযোগ, বক্সারের ওঝা বারাওন গ্রামে ৫ বছরের ছেলেকে নিয়ে ব্যাঙ্কে যাওয়ার পথে গণধর্ষিতা হন এক মহিলা। এখানেই শেষ নয়, গণধর্ষণের পর মা ও শিশুপুত্রকে বেঁধে নদীতে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্তরা। তাদের চিত্কারে গ্রামবাসীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করলেও বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার সত্যতা স্বীকার করে বিহার পুলিশ মহিলার মেডিকেল পরীক্ষা করে এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে। মহিলার দাবি, ব্যাঙ্ক যাওয়ার পথে তাঁদের কয়েকজন ঘিরে ধরে অপহরণ করে। তাঁকে ধর্ষণের পর তারা দুজনকে বেঁধে নদীতে ফেলে দেয়। তিনি প্রাণ বাঁচানোর চেষ্টায় সাহায্য চেয়ে আর্তনাদ করেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে ডুবন্ত শিশুটি মারা গিয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তার দেহ। পুলিশ মহিলার স্বামীর বক্তব্য নথিভুক্ত করেছে, অভিযুক্তদের একজন ধরা পড়েছে, তার জিজ্ঞাসাবাদ চলছে। হাথরসের মেয়েটিকে গ্রামের ক্ষেতে গত ১৪ সেপ্টেম্বর গণধর্ষণ করে চার উচ্চবর্ণের লোক। এক পক্ষকাল লড়াই করে দিল্লির সফদরজং হাসপাতালে তার মৃত্যু হয়। তবে উত্তরপ্রদেশ পুলিশ বিতর্কে জড়ায় রাতের অন্ধকারে মেয়েটির দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে পুড়িয়ে দিয়ে।