আবু ধাবি: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে রান করল দিল্লি ক্যাপিটালস। অর্ধশতরান করলেন অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তিনি ৫২ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা। দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার করেন ৪২ রান।

এদিন শুরুতেই পৃথ্বী শ-র উইকেট হারায় দিল্লি। ম্যাচের তৃতীয় বলেই মাত্র চার রান করে আউট হয়ে যান পৃথ্বী। তাঁকে ফেরান ট্রেন্ট বোল্ট। এরপর পঞ্চম ওভারে ফিরে যান অজিঙ্কা রাহানে (১৫)। তাঁকে এলবিডব্লু করে দেন ক্রুণাল পাণ্ড্য। ধবন-শ্রেয়স জুটি দিল্লিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। পাঁচ নম্বরে নামা মার্কাস স্টোইনিস ৮ বলে দু’টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে রান আউট হয়ে যান। ১৪ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি।

মুম্বইয়ের হয়ে জোড়া উইকেট নেন ক্রুণাল। একটি উইকেট নেন বোল্ট।