ব্রাসেলস : একই দেহে কোভিডের দুই ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যু হল ৯০ বছরের এক মহিলার। গবেষকরা জানিয়েছেন, করোনার আলফা , বিটা দুই মারাত্মক ভ্যারিয়েন্ট একযোগে হানা দিয়েছিল বেলজিয়ামের ওই মহিলার দেহে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে এই দুই করোনার ভ্যারিয়েন্ট বর্তমানে সবার চিন্তার কারণ।


সম্প্রতি 'ইউরোপিয়ান কংগ্রেস অফ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস'-এর আলোচনাসভা শুরু হয়েছে অনলাইনে। গত ৯ জুলাই থেকে আরম্ভ হয়েছে এই আলোচনাচক্র। সেখানেই ওই মহিলার মৃত্যুর উল্লেখ করেন আলস-এর ওএলভি হাসপাতালের গবেষকরা। একই দেহে দুই করোনা ভাইরাসের অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেন হাসপাতালের মলিকিউলার বায়োলজিস্ট অ্যানে ভেঙ্কারবার্ঘেন।


তিনি বলেন, ''বেলজিয়ামে এখন একসঙ্গে হানা দিয়েছে করোনার দুই শক্তিশালী ভ্যারিয়েন্ট। এই প্রথম ওই মহিলার মাধ্যমে এই ধরনের কেস সামনে এল সবার। এর আগে কো-ইনফেকশনের ঘটনা সরকারিভাবে নথিভুক্ত হয়নি। যা খুবই চিন্তার কারণ। ওই মহিলার দেহে একসঙ্গে কোভিডের আলফা ও বিটা ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে। তার মানে দুই ব্যক্তির থেকে এই সংক্রমণ ছড়িয়েছে তাঁর দেহে। দুর্ভাগ্য কাদের থেকে   এই সংক্রমণ ওই মহিলার দেহে ছড়িয়েছে তা আমরা জানি না।" 


ওএলভি হাসপাতালের গবেষক দল জানিয়েছে, গত ৩ মার্চ হাসপাতালে ভর্তি হন ওই বয়স্ক মহিলা। পরবর্তীকালে তাঁর দেহে কোভিড ধরা পড়ে।বাড়িতেই চিকিৎসা শুরু হয় তাঁর। তবে শেষরক্ষা হয়নি। মারা যান ৯০ বছরের ওই মহিলা। পরিচিতদের থেকে জানা যায়, কোভিডের ভ্যাক্সিন নেওয়া ছিল না তাঁর।কোভিডে আক্রান্ত হওয়ার প্রথম দিকে সেরকম কোনও শ্বাসকষ্ট হচ্ছিল না মহিলার। অক্সিজেন স্যাচুরেশন লেভেলও ভালো ছিল।যদিও পরে অস্বাভাবিক শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। করোনা ধরা পড়ার পাঁচদিনের মাথায় সংক্রমণে মৃত্যু হয় ওই মহিলার।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, Alpha (B117) ও Beta (B1351) ভ্যারিয়েন্ট বর্তমানে সারা বিশ্বের কাছে চিন্তার কারণ। ইতিমধ্যেই আলফা (ব্রিটেন) ও বিটা (দক্ষিণ আফ্রিকা)র এই দুই কোভিড ভ্যারিয়েন্টকে (Variant of concern)তকমা দিয়েছে WHO।