মুম্বই: কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা ফুটবল দলকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই নিয়ে ট্যুইট করেন মাস্টার ব্লাস্টার। নিজের সোশ্য়াল মিডিয়ায় ট্যুইটারে কোপা আমেরিকার ফাইনালের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার।


সোশ্যাল মিডিয়ায় যেই ছবি পোস্ট করেছেন সচিন সেখানে দেখা যাচ্ছে ট্রফি নিয়ে গোটা আর্জেন্তিনা দলকে। এছাড়াও খেলার শেষে মেসিকে শূন্যে ভাসিয়ে দিচ্ছেন তাঁর দলের সতীর্থরা। আবার উজ্জ্বল ট্রফিটিতে মেসি চুমু খাচ্ছেন এমন ছবিও দিয়েছেন সচিন। সেখানেই ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্তিনা ফুটবল দলকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।  আর্জেন্তিনার ফুটবল সমর্থকদের জন্যও এটা একটা ঐতিহাসিক জয়। মেসির জন্য তো ভীষণ স্পেশাল। একেবারে যেন আইসিং অন দ্য কেক। দুর্দান্ত একটা কেরিয়ার ওর। এখনও সবাইকে অনুপ্রাণিত করে চলেছেন।’



ফাইনালে হারের পরই মাঠেই কেঁদে ফেলেন ব্রাজিলের নেমার। ব্রাজিলীয় তারকা ফুটবলারকেও ভেঙে না পড়ার বার্তা দিলেন সচিন তেন্ডুলকর। এদিন ফাইনালে গোল করতে পারেননি নেমার। তাঁর দলও আর্জেন্তিনার বিরুদ্ধে হেরে ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া করেছে। এরপর মাঠ বসে কিছুক্ষণ ও পরে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়ও চোখ মুছতে দেখা গিয়েছে নেমারকে।


সচিন তাঁর সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ছবিতেও নেমারের ছবি রেখেছেন। ওয়ান্ডার কিডের জন্য সচিনের বার্তা, ‘ফাইনালে হারের যন্ত্রণা কতটা, তা বুঝতে পারছি। কিন্তু চলমান রাস্তায় এটি একটি বাঁক মাত্র। নেমার ও ব্রাজিলের জন্য পথ কখনওই শেষ হচ্ছে না। ওরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। একইসঙ্গে গর্বিতও করবে।’ 


এদিন মারাকানায় কোপা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্তিনা। এই মারাকানাতেই কয়েক বছর আগে ফাইনালে হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল মেসিকে। এদিন ট্রফি জিতে হাসতে হাসতে মাঠ ছাড়লেন। ক্রিশ্চিয়ানো রােনাল্ডো ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিলেন পর্তুগালের জার্সিতে। এবার মেসিও দেশের জার্সিতে প্রথম কোনও আন্তর্জাতিক ট্রফি জিতে নিলেন।