Haryana News: বিজেপি শাসিত হরিয়ানায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ফরিদাবাদে চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। বাধা দেওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা ভর্তি রয়েছেন হাসপাতালে। গাড়িতে লিফট দেওয়ার নাম করে গণধর্ষণের অভিযোগ। দীর্ঘক্ষণ বিভিন্ন এলাকায় গাড়িতে ঘোরানো হয়, দাবি অভিযোগপত্রে। ভোর ৩টে নাগাদ গাড়ি থেকে ফেলে চম্পট দুষ্কৃতীদের, খবর পুলিশ সূত্রে। মহিলার মাথা ও শরীরের একাধিক জায়গায় চোট, খবর হাসপাতাল সূত্রে। ফরিদাবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি অভিযোগকারী মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে তদন্ত শুরু পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, ফরিদাবাদে একটি চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছরের এক তরুণী। প্রায় ২ ঘণ্টা ধরে তাঁর উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। এরপর নির্যাতিতাকে গাড়ি থেকে ছুড়ে রাস্তায় ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। সোমবার শেষ এবং মঙ্গলবার শুরু হওয়ার সময়, মধ্যরাতে এই ঘটনা ঘটেছে ফরিদাবাদে। পুলিশ সূত্রে খবর, বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন তরুণী। সেই সময় একটি ভ্যান তাঁর সামনে এসে দাঁড়ায়। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ২ ব্যক্তি ওই তরুণীকে গাড়িতে তোলে। এরপর গাড়ি চলতে শুরু করে গুরগাঁওয়ের দিকের রাস্তা ধরে। 

তরুণীর অভিযোগ, তিনি ২ থেকে আড়াই ঘণ্টা ছিলেন ওই গাড়িতে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করার পরেও অভিযুক্তরা থামেনি। উল্টে তরুণীকেই ভয় দেখায় তারা। রাত প্রায় ৩টে নাগাদ এসএমজি নগরের রাজা চকের কাজে ওই মহিলাকে গাড়ি থেকে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় ওই ২ অভিযুক্ত ব্যক্তি। মুখে মারাত্মক চোট পান তরুণী। রক্ত ঝরতে থাকে তাঁর চোট-আঘাতের জায়গাগুলি থেকে। 

এরপর বারবার নিজের বোনকে ফোন করতে থাকেন তরুণী। প্রথমে কথা না হলেও পরে ফোন করেন তরুণীর বোন। ফোনেই তাঁকে সবটা জানান নির্যাতিতা। ঘটনাস্থলে ছুটে আসেন নির্যাতিতার পরিবারের লোকজন। সঙ্কটজনক অবস্থায় তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মুখে ১০ থেকে ১২টি সেলাই পড়েছে তরুণীর। আপাতত তরুণীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। তবে এ হেন ঘটনায় স্বভাবতই অতিরিক্ত ট্রমার মধ্যে রয়েছেন তিনি। এখনও নির্যাতিতার বয়ান রেকর্ড করা যায়নি বলেই জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই গাড়িটিও। 

Continues below advertisement