সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: এ যেন বেশ কয়েক বছর আগের কলকাতার পার্ক স্ট্রিটে ঘটনার পুনরাবৃত্তি রায়গঞ্জ শহরে। শহরের দেবীনগর কালীবাড়ি এলাকা সংলগ্ন রাজপথে চলন্ত গাড়ি থেকে রাস্তায় এক তরুণীকে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রাস্তায় পড়ে থাকা অর্দ্ধনগ্ন তরুণীর শরীর কাপড় দিয়ে ঢেকে তাকে উদ্ধার করে খবর দেন রায়গঞ্জ থানার পুলিশকে। অচৈতন্য ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় দুই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। উদ্ধার হওয়া তরুণীর কোনও পরিচয় জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্যত লকডাউনে এমনিতেই রাস্তাঘাট ফাঁকা।এরইমধ্যে রাতে এই ঘটনা ঘটে। রাত নয়টা নাগাদ এই ঘটনা ঘটে। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি লাল রঙের প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে এসে ব্রেক কষে দাঁড়ায় রায়গঞ্জ শহরের দেবীনগর লোকনাথ মন্দির সংলগ্ন এলাকার রাজপথে। মুহুর্তের মধ্যে গাড়িটি চলে যেতেই দেখা যায় একটি অর্ধনগ্ন বছর ২৫- এর তরুণী রাস্তায় পড়ে রয়েছেন। কিছুক্ষন বাদে স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি নজরে আসতেই ছুটে আসেন তাঁরা। স্থানীয় মহিলারাই একটি শাড়ি কাপড় দিয়ে তরুণীর অর্ধনগ্ন শরীর ঢেকে দিয়ে খবর দেন স্থানীয় ২৬ ও,২৭ নম্বর ওয়ার্ডের দুই তৃনমূল কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ সরকার ও অভিজিৎ সাহাকে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকেও।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দা বিপ্লব মিত্র জানিয়েছেন, তাঁরা কয়েকজন দেবীনগর সেতুর উপরে বসেছিলেন, খবর পেয়ে ছুটে আসেন তাঁরা। খুব সম্ভবত দেবীনগরের দিক থেকে আসা লাল রঙের প্রাইভেট গাড়ি থেকে একটি যুবতীকে ফেলে দিয়ে রায়গঞ্জ শহরের দিকে চলে যায় দুষ্কৃতীরা। অর্ধনগ্ন অচৈতন্য ওই তরুণী মত্ত অবস্থায় ছিলেন। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে তরুণী গাড়ির চালকের পাশে সামনের আসনে বসেছিলেন। স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহা জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসে দেখি অচৈতন্য অবস্থায় তরুণী প্রকাশ্য রাজপথে পড়ে রয়েছে। স্থানীয় মহিলারাই ওই তরুণীর অর্ধনগ্ন শরীর কাপড় দিয়ে ঢেকে দেয়। পুলিশ আসলে একটি টোটোতে চাপিয়ে ওই তরুণীকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরুণী অচৈতন্য থাকায় তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লাল রঙের ওই প্রাইভেট গাড়ির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে।
পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় তরুণী বন্ধুদের সঙ্গে ফিরছিলেন। তখনই এই ঘটনা ঘটে।