তিরুঅনন্তপুরম: টানা ৪৮ দিন হাসপাতালে কাটিয়ে ২০ বারের পর অবশেষে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ছাড়া পেলেন কেরলের ৬২ বছরের মহিলা। শার্লি অ্যাব্রাহাম নাম ওই মহিলার। ২০বার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শেষের পরপর দুটি টেস্টের রিপোর্ট যদিও নেগেটিভ বেরিয়েছে। তবে হাসপাতাল থেকে ডিসচার্জ হলেও তাঁকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে সরকারি বিজ্ঞপ্তিত জানানো হয়েছে। অর্থাত পুরোপুরি সুস্থ বলে সার্টিফিকেট পাওয়ার অন্তহীন অপেক্ষার শেষ এখনও হয়নি।
শার্লির চিকিত্সা, সেবা, যত্নের দায়িত্ব পালন করা ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের বাহবা দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
শার্লি ইতালি থেকে কেরলে ফেরা তিন সদস্য়ের রান্নি পরিবারের প্রাইমারি কন্ট্যাক্ট। পরিবারটি করোনা পজিটিভ হয় পরীক্ষায়। তাদের কারও সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছিলেন শার্লি। তাঁর মেয়েও পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন।
৮ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় শার্লিকে। তার দুদিন বাদে প্রথম পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এখন তাঁর মধ্যে মৃদু সংক্রমণের লক্ষণ থাকলেও অবস্থা সন্তোষজনক বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কিন্তু তাঁর রক্তচাপ বেশি, কোলেস্টেরলের মাত্রাও অনেক। ফলে তাঁকে ঝুঁকিপূর্ণ রোগীদের তালিকায় রাখা হয়েছিল।