আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরানের মালিক দিনটা শুরু করেছেন মায়ের আশীর্বাদ নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সচিন। সেখানে তাঁকে মায়ের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, মায়ের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলাম। মা আমাকে গণপতি বাপ্পার ছবি উপহার দিয়েছেন, তা শেয়ার করলাম। অমূল্য এই উপহার।
জন্মদিনে সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রাক্তন সহ খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে মহারাজ সচিনের সুস্থ ও আনন্দময় জীবন কামনা করেছেন।
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির টুইট, শুভ জন্মদিন এমন এক জনকে যাঁর খেলাটার প্রতি প্যাশন আবেগ অনুপ্রাণিত করেছিল অগুনতি মানুষকে। দুর্দান্ত একটা বছরের জন্য শুভেচ্ছা রইল।
ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী টুইট করেছেন, শুভ জন্মদিন। তুমি যে লিগ্যাসি রেখে গিয়েছো তা অমর। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।
সাত বছর আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সচিন। কিন্তু ক্রিকেট বিশ্ব তাঁকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে মনে রেখেছে। কেরিয়ারে ২০০ টেস্ট ও ৪৬৩ একদিনের ম্যাচে ৮৬.২ স্ট্রাইক রেটে তাঁর মোট রান ২৯৪৩৭।