কলকাতা: মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিল, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহিলা ও শিশুদের ই-পাস লাগবে না। আজ থেকে চালু হচ্ছে এই ব্যবস্থা। এতদিন এই সুবিধা পেতেন শুধুমাত্র প্রবীণ যাত্রীরাই।

করোনার জেরে ১৭৬ দিন থমকে ছিল মেট্রোর চাকা। ১৪ সেপ্টেম্বর মেট্রো পরিষেবা চালু হয়। কিন্তু চাইলেই আপনি ঢুকতে পারবেন না মেট্রো স্টেশনে। তার জন্যে থাকতে হবে ই-পাস। প্রবীণদের অসুবিধার কথা ভেবে তাঁদের জন্য ই পাস আগেই তুলে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এবার মেট্রো জানাল, মহিলা ও ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ই-পাস লাগবে না। আজ থেকে চালু হবে এই ব্যবস্থা।

কলকাতা মেট্রো সূত্রে খবর, কর্তৃপক্ষ মনে করছে, মহিলা ও ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের ক্ষেত্রে দিনের বেশ কিছুটা সময় ই-পাস তুলে দিলে যে বাড়তি ভিড় হবে, তা সামলানো যাবে। সেই কারণে এই সিদ্ধান্ত। এখন মেট্রোয় উঠতে গেলে কলকাতা মেট্রোর অ্যাপ বা রাজ্য সরকারের পথদিশা অ্যাপের মাধ্যমে ই-পাস ডাউনলোড করে মেট্রো স্টেশনে ঢুকতে হয়।

তবে মেট্রোয় উঠতে গেলে স্মার্ট কার্ড লাগবেই।