নিউ দিল্লি : সন্তান প্রসবের পর যে কোনও সময় করোনার ভ্যাকসিন নিতে পারেন মহিলারা। এমনই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকী সংক্রমণ-রোধে অন্তঃসত্ত্বাদেরও টিকাকরণের অনুমতি দেওয়ার প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
স্তন পান করাচ্ছেন এমন মহিলাদের ভ্যাকসিনেশনের জন্য সম্প্রতি অনুমতি দিয়েছে সরকার। নীতি আয়োগের(স্বাস্থ্য) সদস্য জানিয়েছেন, টিকাকরণের পর বুকের দুধ খাওয়ানোয় কোনও সমস্যা নেই। এমনকী এটা "একঘণ্টার জন্যও" থামানোর প্রয়োজন নেই।
দিল্লির ইউনিভার্সিটি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড জিটিবি হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক খান আমির মারুফ জানিয়েছেন, টিকাকরণের পর মায়ের বুকের দুধ খাওয়ায় নবজাতকের কোনও ঝুঁকি নেই। তাই প্রসবের পর টিকাকরণে দেরি করার কোনও প্রয়োজন নেই।
তাছাড়া ভ্যাকসিনেশনের কথা মাথায় রেখে যে সব মহিলা বুকের দুধ খাওয়াচ্ছেন তাঁদের জন্য নির্দিষ্ট কোনও সতর্কতারও প্রয়োজন নেই। অন্যান্যরা যেসব সতর্কতা নিচ্ছেন তা গ্রহণ করলেই হবে বলে জানান ওই চিকিৎসক।
এমনকী ঋতুচক্রের সময়ও টিকা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন ফর্টিস লা ফেমে, রোজওয়াক হসপিটাল ও অ্যাপোলো ক্রেডেল রয়্যালের সিনিয়র কনসালট্যান্ট গায়নেকলজিস্ট ও অবস্টেট্রিসিয়ান লাভলিনা নাদির। তিনি বলেন, কোনও মহিলা প্রথম ডোজ নেওয়ার পর যদি অন্তঃসত্ত্বা হন, তাহলেও তিনি প্রেগনেন্সি কনটিনিউ করুক। অন্তঃসত্ত্বা অবস্থা SARS-COV-2 সংক্রমণের ঝুঁকি বাড়ায় না। কিন্তু, এক্ষেত্রে সাধারণ মহিলার থেকে ক্লিনিক্যাল কোর্স খারাপ হবে।
এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে অন্তঃসত্ত্বাদের টিকাকরণের প্রয়োজনীয়তার কথা বলছেন। যদিও সরকারি গাইডলাইনে এখনও অন্তঃসত্ত্বাদের ভ্যাকসিনেশনের কথা বলা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক মারুফ। তিনি বলেন, অন্তঃসত্ত্বাদের উপর এখনও কোভিড ভ্যাকসিনের ট্রায়াল হয়নি। কাজেই এক্ষেত্রে সুরক্ষা সংক্রান্ত কোনও তথ্য এখনও নেই। কিন্তু, ভারতের দ্য ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনেকলজিক্যাল সোসাইটিজ অন্তঃসত্ত্বাদের কোভিড ভ্যাকসিনের জন্য সুপারিশ করেছে। কারণ, সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। তাছাড়া এই অতিমারিতে মৃত্যুর হারও অনেক বেশি।