নয়া দিল্লি : করোনায় আক্রান্ত বিশ্ব ব্যাঙ্কের (World Bank) প্রেসিডেন্ট পদে মনোনীত অজয় বাঙ্গা (Ajay Banga)। বিশ্বজুড়ে সফর করছেন তিনি। এর মধ্যে এসে পৌঁছেছেন নয়া দিল্লিতে। এখানে তাঁর রুটিন পরীক্ষার সময় সংক্রমণ ধরা পড়ে। আপাতত তিনি আইসোলেশনে আছেন বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে অজয় বাঙ্গার বৈঠক বাতিল করা হয়েছে।  


থমকে কর্মসূচি-


গত দুই সপ্তাহ ধরে ইনফ্লুয়েঞ্জা ও করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধির ছবি দেখা গেছে দেশে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১ হাজার ১৩৪ জন। এনিয়ে, সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ২৬ জন। এই আবহে বিশ্বজুড়ে সফর শুরু করেছেন অজয় বাঙ্গা। আফ্রিকা থেকে শুরু হওয়া সফর ভারতে এসে শেষ হওয়ার কথা। ২৩ ও ২৪ তাঁর ভারত সফরের দিন নির্ধারণ হয়েছে। কিন্তু, নিউদিল্লিতে এলে তাঁর রুটিনমাফিক করোনা পরীক্ষা করা হয়। তাতে পজিটিভ রেজাল্ট এসেছে। তবে, তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি। গাইডলাইন মেনে আপাতত তিনি আইসোলেশনে আছেন।


ভারতে ৬৩-র অজয় বাঙ্গার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা। আগেই এক বিবৃতিতে একথা জানিয়েছে ট্রেজারি বিভাগ।


প্রসঙ্গত, বাঙ্গার মনোনয়ন ঘোষণার পর পরই তাঁর প্রার্থীপদকে সমর্থন করে ভারত। এর পাশাপাশি বিভিন্ন দেশ বাঙ্গার প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে। সেই তালিকায় রয়েছে- বাংলাদেশ, কলম্বিয়া, ইজিপ্ট, ফ্রান্স, জার্মানি, ঘানা, ইতালি, জাপান, কেনিয়া, সৌদি আরব, রিপাবলিক অফ কোরিয়া, ইংল্যান্ড ও আইভরি কোস্ট। বিশ্বজুড়ে সফরের মাধ্যমে তিনি বিভিন্ন সরকারি আধিকারিক, স্টেকহোল্ডার, বিজনেস লিডার ও নাগরিক সমাজের সঙ্গে দেখা করেছেন। শুনেছেন তাঁদের কথা। সমর্থন আদায় করেছেন আইনজীবী, শিক্ষাবিদ থেকে শুরু করে উন্নয়ন বিশেষজ্ঞ, নোবেলজয়ী ও প্রাক্তন সরকারি আধিকারিকদের।


প্রসঙ্গত, মেয়াদ শেষ হওয়ার এক বছর বাকি থাকতে আচমকাই ইস্তফা দিয়েছিলেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। তিনি জানিয়েছিলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনও চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কী কারণে মেয়াদ শেষের এক বছর আগে সরে দাঁড়িয়েছিলেন তিনি, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি বিশ্ব ব্যাঙ্কের পদত্যাগী শীর্ষ কর্তা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অজয় বাঙ্গার নাম মনোনীত করেছেন। মাস্টারকার্ডের প্রাক্তন সিইওয়ের ওপরই ভরসা রেখেছেন বাইডেন। 


আরও পড়ুন ; বিশ্ব ব্যাঙ্কের দায়িত্ব সামলাতে পারেন অজয় বাঙ্গা, সায় দিলেন জো বাইডেন