ওয়াশিংটন: চায়ের আড্ডা। কোনও ক্লাব বা আড্ডার ঠেকে নয়। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায়। মাউন্ট এভারেস্টের (Mount Everest) ২ নম্বর ক্যাম্পে (camp 2), যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২১ হাজার ৩১২ ফুট উপরে। চায়ের আড্ডা (tea party) আয়োজিত হয়েছিল ২০২১ সালে। আর চলতি বছরে তার নাম উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় চায়ের আড্ডার (tea party) রেকর্ড তৈরির জন্য মিলেছে এই রেকর্ড। 


আমেরিকা অভিযাত্রী অ্যান্ড্রু হিউ (andrew hughes) এবং তাঁর সহঅভিযাত্রীরা চায়ের আড্ডা আয়োজন করেছিলেন। তিনি জানান, যখন কোভিড সংক্রমণের জন্য অভিযান বন্ধ ছিল তখনই এই ভাবনা তাঁর মাথায় আসে। অভিযানের চেয়েও সহঅভিযাত্রীদের সঙ্গ না পাওয়া, অনেক বেশি যন্ত্রণাদায়ক সেই কারণেই এই ভাবনা। জানিয়েছেন অ্যান্ড্রু। 


এভারেস্ট অভিযানের সময় রাস্তায় পড়ে খুম্বু আইসফল (khumbu icefall)। আয়োজনের আগে প্রবল তুষারপাত এবং ঝড়ের জন্য সমস্যায় পড়েছিলেন অভিযাত্রীরা। তার মধ্যে দিয়েই আয়োজন হয়েছে। চমরিগাইয়ের পিঠে চাপিয়ে বেসক্যাম্পে আনা হয়েছিল যাবতীয় সামগ্রী। তারপর সেগুলি নিয়েই চলছে অভিযান।


রেকর্ড বুকের তরফে বলা হয়েছে, জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে অভিযাত্রীরা যাবতীয় সামগ্রী নিয়ে গিয়েছিলেন। ভারী মালপত্র নিয়ে খুম্বু আইসফলের (khumbu icefall) মতো ভয়ঙ্কর এলাকাও সাফল্যের সঙ্গে পেরিয়েছেন তাঁরা। 


কোভিডের সময়ে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল একাধিক পর্বত অভিযান। পর্বত অভিযাত্রীদের অন্যতম গন্তব্য এভারেস্ট। প্রতিবছর বিভিন্ন সময় দেশ-বিদেশ থেকে একাধিক অভিযাত্রী দল আসে এভারেস্ট অভিযানে। তেমনই এক অভিযাত্রী অ্যান্ড্রু হিউ। ২০১৯ সালেও তিনি একবার এভারেস্ট অভিযানে এসেছিলেন। সেবার অভিযান ব্য়র্থ হয়। তারপর থেকেই ফের এবারেস্ট অভিযানের প্রস্তুতি শুরু করেন তিনি। তারপরে ফের ২০২১ সালে অভিযান করেন, সেখানেই অভিযানের শেষে আয়োজিত হয় টি পার্টি। 


আরও পড়ুন: আপনার পকেটে পড়বে টান ! ম্যাগি, নেসক্যাফে ছাড়াও দাম বাড়ল অনেক কিছুর