নয়াদিল্লি: আট দশক আগে শেষ বিশ্বযুদ্ধ। ভয়াবহতা আজও রয়ে গিয়েছে। এবার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধারকে ঘিরে স্তব্ধ হয়ে গেল ফ্রান্স। দেশের ব্যস্ততম রেললাইনে মিলল আট দশক আগের এক বোমা, যা এতদিনেও ফাটেনি। আর তার জেরেই ট্রেন চলাচল বন্ধ রইল প্যারিস জুড়ে। বন্ধ রইল রাস্তাঘাটের যান চলাচলও। (World War 2 Bomb)

শুক্রবার রাতে প্যারিসের উত্তরে Saint-Denis শহরতলিতে, Gare du Nord অভিমুখে এগনো রেললাইনে কাজ চলছিল। ওই রেললাইনের বিস্তৃতি গোটা প্যারিস জুড়ে। ব্রিটেন-সহ গোটা ইউরোপও সংযুক্ত ওই রেলপথের মাধ্যমে। আর সেখানেই কাজ চলাকালীন আট দশক ধরে ঘুমিয়ে থাকা বোমার খোঁজ মেলে। আর তাতেই ট্রেন পরিষেবা বিঘ্নিত হল ইংলিশ চ্যানেল সংলগ্ন অঞ্চলে। (World War 2 Unexploded Bomb)

বোমাটি উদ্ধার হওয়ার পরই Saint-Denis এবং আশেপাশের সমস্ত স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। যেখানে বোমাটির হদিশ মেলে, সেই এলাকা ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তায়। সেখানে পৌঁছয় বম্ব স্কোয়াড। দীর্ঘ ক্ষণের চেষ্টায় বোমাটিকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়। বিষয়টি মোটেই তুচ্ছ নয় বলে মন্তব্য করেন ফ্রান্সের পরিবহণ মন্ত্রী Philippe Tabarot. প্রায় ৩০০ পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। 

জানা গিয়েছে, রেললাইনে কাজ চলাকালীন নলাকার বোমাটির সন্ধান মেলে। সেটি নলাকার, ওজনে বেশ ভারী, প্রায় ৪৫০ কেজি। ভোররাত ৩.৩০টে নাগাদ বোমাটি দেখতে পান রেলের কর্মীরা। ফ্রান্সের ন্যাশনাল রেলওয়ে কোম্পানি জানিয়েছে, রেলের শ্রমিকরা সেতু সংস্কার করছিলেন। সেই সময় মাটি সরানোর যন্ত্রটিতে বোমাটি আটকে যায়। মাটির প্রায় ৬.৫ ফুট গভীরে বোমাটি চাপা পড়ে ছিল। 

শ্রমিকরা একটি সেতু সংস্কার স্থানে ল্যান্ডস্কেপিং করছিলেন, যখন একটি মাটি সরানোর যন্ত্র বোমাটি আবিষ্কার করে, যা প্রায় সাড়ে ছয় ফুট মাটির নিচে চাপা পড়ে ছিল। বোমাটি প্রায় ৩ ফুট দীর্ঘ বলে জানা গিয়েছে। বোমাটির মধ্যে প্রায় ১৮০ কেজি বিস্ফোরক ঠাসা ছিল। বোমাটিকে নিষ্ক্রিয় করা না পর্যন্ত বিপদের ঝুঁকি ছিল। তাই ট্রেন চলাচল এবং সংলগ্ন এলাকার রাস্তায় যান চলাচলও বন্ধ রাখতে হয়।

কয়েক মিনিট বা ঘণ্টাখানেক নয়, বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বন্ধ রাখা হয় যান চলাচলও। প্যারিস থেকে লন্ডন, ব্রাসেলস, অ্যামস্টারডামগামী সমস্ত Eurostar ট্রেন বাতিল রাখা হয় দিনভর। Gare du Nord স্টেশনে দিনভর হতাশ চোখে বসে থাকতে দেখা যায় পর্যটকদের। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, Gare du Nord স্টেশন থেকে ইউরোপের সর্বত্র বছরে ২৩ কোটির বেশি মানুষ যাতায়াত করেন। 

ইংলিশ চ্যানেলের বিভিন্ন স্টেশনেও একই পরিস্থিতি চোখে পড়ে। St. Pancras International Station-এ ব্যারিকেড বসানো হয়। ফলে স্টেশনেও ঢুকতে পারেননি যাত্রীরা। কান্নাকাটিও করতে দেখা যায় অনেককে। Eurostar জানিয়েছে, শনিবার থেকে স্বাভাবিক পরিষেবা মিলবে। যাঁদের ট্রেন বাতিল হয়েছে, তাঁরা বিনামূল্যে টিকিট পেতে পারেন, আবার টাকাও ফেরত পেতে পারেন। 

বিশ্বযুদ্ধের সময়কার বোমা উদ্ধার যদিও ইউরোপে নতুন কিছু নয়। এ বছর ফেব্রুয়ারি মাসেই উত্তর ইংল্যান্ডের একটি শিশুদ্য়ানে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ১৭৫টি প্র্যাকটিস বোমা উদ্ধার হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাদের প্রশিক্ষণে ব্যবহার হতো। ২০১৮ সালে বার্লিন থেকে হাজার হাজার মানুষকে সরাতে হয়। কারণ সেখানে ৫০০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার হয়।