টোকিও: একইদিনে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে জাপানের বিভিন্ন প্রান্তের এটিএম থেকে দুষ্কৃতীরা উধাও করল কোটি কোটি টাকা! সন্দেহের তির আন্তর্জাতিক চক্রের দিকে।
খবরে প্রকাশ, গত ১৫ তারিখ ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে দক্ষিণ আফ্রিকার একটি ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায় প্রায় ১.৪ বিলিয়ন ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ কোটি টাকা)।
এই ঘটনা জানানজানি হতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে জাপান-জুড়ে। তদন্তকারীরা দেখেন, দক্ষিণ আফ্রিকার একটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেই ওই টাকা হাতানো হয়েছে।
জাপান পুলিশের তরফে জানানো হয়েছে, রাজধানী টোকিও সহ আরও ১৬ জেলায় ওই ডাকাতি করেছে দুষ্কৃতীরা। যা দেখে তদন্তকারীদের অনুমান, এই এটিএম ডাকাতিতে প্রায় ১০০ জন জড়িত ছিল।
মনে করা হচ্ছে, দুষ্কৃতীদের কাছে প্রায় ১৬০০ ক্রেডিট কার্ডের তথ্য রয়েছে। তদন্তকারীরা আরও অনুমান, দক্ষিণ আফ্রিকার ওই ব্যাঙ্ক থেকেই জালি ক্রেডিট কার্ড তৈরী করা হয়েছে। এর জন্য, ওই ব্যাঙ্কের কাছে জানতে চাওয়া হয়েছে, কী করে ওই সংবেদনশীল তথ্য বাইরে বের হয়েছে?
পাশাপাশি, দুষ্কৃতীদের ধরতে ইন্টারপোলের সাহায্যও চেয়েছে জাপ পুলিশ। কারণ, তারা মনে করছে, অপরাধীরা কেউ-ই আর জাপানে নেই।
জাপান-জুড়ে এটিএম থেকে প্রায় ৮৫ কোটি টাকা লুঠ দুষ্কৃতীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2016 11:13 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -