বেজিং: বেজিংয়ের এক শপিং মলে এক ব্যক্তির ছুরি হামলায় ১ জনের প্রাণ গিয়েছে, আহত হয়েছেন ১২ জন। জিংচেং জেলার জিদিয়ানের বাণিজ্যিক এলাকার জয় সিটিতে ঘটেছে এই ঘটনা।


স্থানীয় সময় বেলা ১টা নাগাদ ছুরি হাতে আক্রমণ চালায় বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি। তার নাম জানা গিয়েছে ঝু, হামলার দায়স্বীকার করেছে সে। পুলিশের দাবি, ঝু  বলেছে, ব্যক্তিগত ক্ষোভের কারণেই তার নির্দোষ মানুষের ওপর এই হামলা।

হামলার সময় মলটি ভিড়ে ঠাসা ছিল। ছুরির আঘাতে আহত এক মহিলার হাসপাতালে মৃত্যু হয়। বাকি ১২ জনের অবস্থা তেমন গুরুতর নয়।

চিনে পরিকল্পিত হিংস্র আক্রমণ তেমন একটা ঘটে না কিন্তু ছুরি আর কুঠার নিয়ে হামলা নতুন কিছু নয়। দেখা গিয়েছে, ব্যক্তিগত অসন্তোষই এর মূল কারণ। গত বছর ব্লেড নিয়ে হামলা চালিয়ে গুয়াংসি অঞ্চলের এক কিন্ডারগার্টেনের ১১টি শিশুকে আহত করে ১ ব্যক্তি।