দুবাই: সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম হিন্দু মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে অনাবাসী ভারতীয়দের অনুষ্ঠানে নোট বাতিল ও জিএসটি প্রসঙ্গে বিরোধীদের তোপও দাগলেন।


এদিন দুবাই অপেরা হাউস থেকে ভিডিও-র মাধ্যমে ওই শিলান্যাস অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী। প্রথম হিন্দু মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি ১২৫ কোটি ভারতীয়র তরফে আবুধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নেহানকে ধন্যবাদ জানান।


https://twitter.com/MEAIndia/status/962575395689324544

প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস এই মন্দির যে স্থাপত্য ও বৈভবে অনন্য হবে, তাই নয়। একইসঙ্গে এই মন্দির বিশ্ববাসীর কাছে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তাও তুলে ধরবে। প্রসঙ্গত, দুবাই-আবুধাবিতে তৈরি হওয়া এটিই হবে প্রথম পাথরের হিন্দু মন্দির।


জানা গিয়েছে, মন্দিরটি প্রায় ৫৫ হাজার বর্গমিটার জমির ওপর নির্মিত হবে। পাথরের ওপর খোদাই করা মন্দিরের কারুকার্যের কাজ হবে ভারতে। আবুধাবিতে গিয়ে সেগুলি লাগানো হবে।

মন্দির নির্মাণের কাজ শেষ হবে ২০২০ নাগাদ। আরব আমিরশাহীতে প্রায় ৩০ লক্ষ ভারতীয় বসবাস করেন। মন্দিরটি সব সম্প্রদায়ের মানুষের জন্য খোলা থাকবে।


মন্দির নির্মাণের তত্ত্বাবধানে থাকবে বোচাসন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা নামে একটি সামাজিক-আধ্যাত্মিক হিন্দু সংগঠন। এই সংগঠন বিশ্বজুড়ে প্রায় ১১০০ মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার আমিরশাহী সফরে গেলেন মোদী। এর আগে ২০১৫ সালে তিনি সেদেশে গিয়েছিলেন। এদিন দুবাই অপেরা হাউসে অনাবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ২০ মিনিটের বক্তব্য রাখতে গিয়ে ফের নোট বাতিল ও জিএসটি নিয়ে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী।


এদিন মোদী বলেন, গত সাত বছর ধরে জিএসটি আটকে ছিল। আজ, তা বাস্তব। তাঁর দাবি, গরিব মানুষরাও জানিয়েছেন, নোট বাতিল সঠিক পদক্ষেপ। তবে, কিছু মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই তারা এখনও শোক পালন করছে।


https://twitter.com/MEAIndia/status/962582038716002304