লাহোর: রমজান পালিত হচ্ছে। তার মধ্যেই পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ। বুধবার সকালে পঞ্জাবের নামী সুফি ধর্মস্থানের বাইরে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এক মানববোমা। প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের টার্গেট ছিলেন নিরাপত্তারক্ষীরা। এখনও পর্যন্ত ৫ পুলিশ কম্যান্ডো সহ অন্তত ১০ জনের প্রাণহানি, ২৫ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ৪ পুলিশকর্মীর অবস্থা সঙ্কটজনক বলে খবর।
দাতা দরবার ধর্মস্থানের দু নম্বর দরজার বাইরে এই বিস্ফোরণ ঘটে। দাতা দরবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুফি ধর্মস্থান। ২০১০-এ এই ধর্মস্থানেই আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি নিহত হয়েছিল।
আজকের হামলাকে আত্মঘাতী বলেছেন পঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল আরিফ নওয়াজ। সাত কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, সুফি ধর্মস্থানের বাইরে মোতায়েন এলিট বাহিনীর যানটি টার্গেট করে বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের প্রভাবে আশপাশের যানবাহন, বাড়ির জানালা ভেঙেচুরে গিয়েছে বলে খবর পাক মিডিয়ার। টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে ধর্মস্থানের কাছে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যায়।
মেয়ো হাসপাতালে নিয়ে আসা মৃতদেহগুলির একটি সন্দেহভাজন আত্মঘাতী মানববোমার বলে জানিয়েছেন লাহোরের ডিসিপি সালেহা সঈদ। তিনি বলেন, আত্মঘাতী হামলায় বল বিয়ারিংও ব্যবহার করা হয়েছে। পঞ্জাবের আইনমন্ত্রী বসরাত রাজা বিস্ফোরণের নিন্দা করে বলেছেন, এটা জঘন্য কাপুরুষোচিত হামলা।
নিন্দা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে আহতদের সম্ভাব্য সবচেয়ে ভাল চিকিত্সার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
বিস্ফোরণের পরই ধর্মস্থানটি ঘিরে ফেলা হয়। ভক্তদের বের করে দেওয়া হয় নিরাপদে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহে চলে আসে পুলিশ, সন্ত্রাসদমন শাখার সদস্যরা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭ কেজি বিস্ফোরকের সঙ্গে বল বিয়ারিং! রমজানের মধ্যে লাহোরে সুফি ধর্মস্থানের বাইরে মানববোমা বিস্ফোরণে হত অন্তত ১০, জখম অনেকে
Web Desk, ABP Ananda
Updated at:
08 May 2019 03:49 PM (IST)
মেয়ো হাসপাতালে নিয়ে আসা মৃতদেহগুলির একটি সন্দেহভাজন আত্মঘাতী মানববোমার বলে জানিয়েছেন লাহোরের ডিসিপি সালেহা সঈদ।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -